দাঙ্গা নিয়ন্ত্রণে নিজের ছুটি বাতিল করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যে দাঙ্গা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে নিজের ছুটি বাতিল করলেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ডাউনিং স্ট্রিট সূত্র জানায়, দাঙ্গা নিয়ন্ত্রণের বিষয়ে তাঁর সরকারকে আরো বেশি নজর রাখতে পরিকল্পিত ছুটি বাতিল করেছেন প্রধানমন্ত্রী। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
গতকাল শনিবার ডাউনিং স্ট্রিটের একটি সূত্র জানায়, আগামী সপ্তাহে পূর্বপরিকল্পিত ছুটি নিচ্ছেন না স্টারমার। পরিস্থিতি বিবেচনায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ছুটির দিনে দায়িত্ব পালন করতে দেখা গেছে দেশটির পুলিশ সদস্যদের। সহিংসতায় জড়িত থাকায় এখন পর্যন্ত ৭৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ৩০২ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। পরবর্তী কয়েকমাস গ্রেপ্তার অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে পুলিশ।
গত মাসের শেষে ইংল্যান্ডের সাউথপোর্ট শহরে একটি নাচের কর্মশালায় ছুরি হামলা চালায় ১৭ বছর বয়সী এক কিশোর। ওই হামলায় নিহত হয় তিন শিশু। অভিযুক্ত ওই কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ।
এই ঘটনার পরই গুজব ছড়িয়ে পড়ে যে গ্রেপ্তার ওই কিশোর একজন মুসলিম এবং অভিবাসী। এর জেরে দাঙ্গা শুরু করে দেশটির কট্টর ডানপন্থীরা। বিভিন্ন শহরে আরও দাঙ্গা ছড়িয়ে পড়ার আশঙ্কায় কয়েক হাজার পুলিশ মোতায়েন করা হয়। দাঙ্গাকারীদের হামলায় এ পর্যন্ত লন্ডনসহ বিভিন্ন অঞ্চলে আহত হয়েছেন শতাধিক পুলিশ সদস্য।