51795

পদকে শীর্ষে চীন, দুইয়ে স্বাগতিক ফ্রান্স

স্পোর্টস ডেস্ক: প্যারিস অলিম্পিকে আজ ষষ্ঠ দিন (১ আগস্ট) বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টা পর্যন্ত পদক তালিকার শীর্ষে অবস্থান করছিল চীন। তাদের ঝুলিতে ১১টি স্বর্ণসহ মোট ২১টি পদক। ৮টি স্বর্ণসহ মোট ২৬টি পদক নিয়ে টেবিলের দুইয়ে স্বাগতিক দেশ ফ্রান্স।

ফ্রান্সকে রেসে রেখেছেন মূলত সাঁতারু লিও মারশাঁ। বুধবার রাতে তিনি দু দুটি স্বর্ণ জয় করেন। এতে টেবিলের দ্বিতীয় স্থান ধরে রাখে ফ্রান্স।

ads

পদক তালিকায় এরপরেই জাপান (৮টি স্বর্ণসহ ১৫টি পদক), অস্ট্রেলিয়া (৭টি স্বর্ণ ১৭টি পদক), ব্রিটেন (৬টি স্বর্ণসহ ১৯টি পদক), দক্ষিণ কোরিয়া (৬টি স্বর্ণসহ ১২টি পদক) ও যুক্তরাষ্ট্র (৫টি স্বর্ণসহ ৩০টি পদব)।

অলিম্পিক পরাশক্তি যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত নীরবই বলা যায়। তারা সর্বোচ্চ ৩০টি পদক জিতলেও সেগুলোকে স্বর্ণে রূপ দিতে ব্যর্থ হয় তাদের অ্যাথলিটরা। তাইতো পদক তালিকায় নিচের দিকে পড়ে গেছে দেশটি।

ads

আজ ষষ্ঠ দিন মোট ১৮টি পদকের নিষ্পত্তি হবে। জিমন্যাস্টিকস, রোয়িং, ফেন্সিং, শুটিং, সেইলিং, জুডো ও সুইমিংয়ে স্বর্ণের নিষ্পত্তি হবে। এর মধ্যে সকালে ২০ কিলোমিটার হন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। মেয়েদের হন্টনে চীনের ইয়াং জিয়ায়ু ও ছেলেদের হন্টনে একুয়েডরের ব্রায়ান ড্যানিয়েল পিনতাদো চ্যাম্পিয়ন হয়েছেন। রাত সোয়া দশটায় আর্টিস্টিক জিমন্যাস্টিকসে ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণের খোঁজে নামছেন আমেরিকান সুপারস্টার সিমোন বাইলস, যিনি এরই মধ্যে টিম ইভেন্টে স্বর্ণ জিতেছেন।

বৃহস্পতিবার বিকাল পর্যন্ত পদক তালিকা
দেশ স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জ মোট
চীন ১১ ৭ ৩ ২১
ফ্রান্স ৮ ১০ ৮ ২৬
জাপান ৮ ৩ ৪ ১৫
অস্ট্রেলিয়া ৭ ৬ ৪ ১৭
ব্রিটেন ৬ ৭ ৬ ১৯
কোরিয়া ৬ ৩ ৩ ১২
যুক্তরাষ্ট্র ৫ ১৩ ১২ ৩০

ad

পাঠকের মতামত