
কুমিল্লায় নানা আয়োজনে মৎস্য সপ্তাহ উদযাপন
নিউজ ডেস্ক: “ভরবো মাছে মোদের দেশে-গড়বো স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বুধবার কুমিল্লায় র্যালী,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। কুমিল্লা জেলাপ্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের থেকে র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে জেলাপ্রশাসক কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু.মুশফিকুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা পুলিশ সুপার সাইদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া, ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুল আলম, জেলা মৎস্য কর্মকর্তা অফিসার মো : বেলাল হোসেন সহ অন্যারা। আলোচনা সভা শেষে তিন জন মৎস্য চাষিকে পুরস্কৃত করা হয়।
সভায় বক্তারা বলেন, আমারা মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ । তবে আমাদের দেশীয় প্রজাতির মাছ উৎপাদনের দিকে মৎস্য চাষিদের মনোযোগী হতে হবে।