
বুড়িচং পশ্চিম সিংহে আলহাজ্ব আবু জাহের হাই স্কুলের ভিত্তি প্রস্তর স্থাপন
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়ন এর পশ্চিম সিংহ গ্রামে শুক্রবার বিকালে আলহাজ্ব আবু জাহের হাই স্কুলের ভিত্তি প্রস্তর স্থাপন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্কুলের ভিত্তি প্রস্তর স্থাপন করেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মাদ আবু জাহের।
প্রধান বক্তা ছিলেন কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ মফিজুর রহমান বাবলু।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আখলাক হায়দার, ব্রাহ্মণপাড়া উপজেলা চেয়ারম্যান আবু তৈয়ব অপি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর হোসেন মীঠু, জেলা পরিষদের মহিলা সদস্য শিরিণ সুলতানা, জেলা আইন জীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট আব্দুল মমিন ফেরদৌস, আলহাজ্ব আবু তাহের কলেজের অধ্যক্ষ আবুল হোসেন সরন, অধ্যক্ষ মহি উদ্দিন লিটন, মল্লিকা গ্রুপের পরিচালক, বিশিষ্ট সমাজ সেবক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সায়েব বাপ্পি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারেল্লা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কলেজ প্রতিষ্ঠাতা সমন্বয়ক এডভোকেট ইস্কান্দার আলী ভূইয়া আমির এবং পরিচালনা করেন যুবলীগ নেতা আলা উদ্দিন ভূইয়া চৌধুরী।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ সাবেক উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রধান শিক্ষক আমিনুল ইসলাম সুজন, ব্ব্রাহ্মণপাড়া উপজেলা যুবলীগ নেতা আবু সাঈফ বাপ্পি, বুড়িচং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন, পীর যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু তাহের, মোকাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাহেব আলী,ষোলনল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ বিল্লাল হোসেন, সাবেক চেয়ারম্যান মোঃ শাহ কামাল।
এসময়ে বিভিন্ন ইউপি চেয়ারম্যান-সদস্য, বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।