51711

কুমিল্লায় ৪ হাজার পিচ ইয়াবাসহ ১ নারী ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক: কুমিল্লা নগরীতে অভিযান চালিয়ে ৪ হাজার ২৪৩ পিচ ইয়াবাসহ ১ নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। শনিবার (১৩ জুলাই) বিকালে নগরীর মনোহরপুরের একটি ভবন থেকে তাকে আটক করা হয়।

আটক নারী ব্যবসায়ী কোতয়ালী থানার ধর্মপুর এলাকার মৃত সহিদুল ইসলামের মেয়ে রুবিনা আক্তার (৩৪)।

ads

শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লার উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান।

চৌধুরী ইমরুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম খান সঙ্গীয় ফোর্স নিয়ে নগরীর মনোহরপুরে একটি ভবন অভিযান চালিয়ে ৪ হাজার ২শ’ ৪৩ পিচ ইয়াবাসহ রুবিনা আক্তারকে আটক করে। পরে তার বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।

ads
ad

পাঠকের মতামত