
বরুড়া উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ
নিউজ ডেস্ক: কুমিল্লার বরুড়ায় উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান দায়িত্ব গ্রহণ করেছেন।
বুধবার (১৯ জুন) সকাল ১১ ঘটিকার সময় উপজেলা পরিষদ সভাকক্ষে এ দায়িত্ব গ্রহণ, বরণ ও প্রথম সভা অনুষ্ঠিত হয়।
নবনির্বাচিত চেয়ারম্যান পরিষদে এসে পৌঁছালে তাদেরকে ফুল দিয়ে বরণ করেন উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও পৌর সভার মেয়র, সুশীল সমাজের প্রতিনিধি, ইউপি চেয়ারম্যানবৃন্দ ও বরুড়া প্রেস ক্লাবের সাংবাদিকগণ। এর আগে উপজেলা চেয়ারম্যান হামিদ লতিফ ভূইয়া (কামাল)কে দলীয় নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দঃ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও এস কিউ ফাউন্ডেশনের চেয়ারম্যান আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন শামীম এমপি।
উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ হামিদ লতিফ ভূইয়া (কামাল) এর সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং এর সঞ্চালনায় এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব মোঃ সাব্বির রহমান, এলজিইডির সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল কাদের ও বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মোঃ হুমায়ুন কবির।
এসময় বরুড়া পৌরসভার মেয়র মোঃ বকতার হোসেন বখতিয়ার, নব চির্বাচিত উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মিনুয়ারা বেগম, বরুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মহিবুস সালাম খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাসরিন সুলতানা তনু, উপজেলা কৃষি অফিসার মোঃ জাহিদ হাসান, বরুড়া থানা অফিসার ইনচার্জ মোঃ রিয়াজুল ইসলাম চৌধুরী, বরুড়া পৌরসভার সাবেক মেয়র বাহাদুরুজ্জামান বাহাদুর, বরুড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিন হোসেন, বরুড়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মোঃ জালাল উদ্দীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন ভুইঁয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রতন চন্দ্র সিংহ, উপজেলা শিক্ষা অফিসার মোঃ তরিকুল ইসলাম, আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাজহারুল ইসলাম মিঠু, আড্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন বাদল, আদ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাকিবুল হাসান লিমন, ভবানীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমানসহ আরো অনেকে।
সভা শেষে সাংসদ আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন শামীম বরুড়া উপজেলাকে স্মার্ট ও আধুনিক বরুড়া হিসেবে গড়ে তুলতে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন।
প্রসঙ্গত, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে গত মঙ্গলবার (২১ মে) বরুড়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর বুধবার (১২ জুন) চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর বুধবার (১৯ জুন) চেয়ারম্যানরা তাদের দায়িত্বভার গ্রহণ করে পরিষদের প্রথম সভা করে।