
শান্তি সম্মেলনে বিশ্বনেতারা, নেই চীন-রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে রাশিয়ার ওপর চাপ বাড়াতে সুইজারল্যান্ডে শান্তি সম্মেলনে যোগ দিয়েছেন বিশ্বনেতারা। শনিবার শুরু হওয়া দু’দিনের এই শীর্ষ সম্মেলনে রাশিয়া যোগ দেয়নি। একই সঙ্গে অংশ নেয়নি দেশটির অন্যতম মিত্র চীনও। খবর আলজাজিরার।
এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, ব্রিটেন, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি এবং জাপানের নেতারা যোগ দিয়েছেন। এ ছাড়া ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও অংশ নিয়েছেন সম্মেলনে। শুধু তাই নয়, রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা ভারত, তুরস্ক এবং হাঙ্গেরিও এতে যোগ দেবে বলে আশা করা হচ্ছে। কিন্তু রাশিয়া এই ইউক্রেন সম্মেলনকে ‘নিরর্থক’ বলে প্রত্যাখ্যান করেছে। অংশ না নেওয়ার ব্যাপারে কোনো মন্তব্য করেনি বেইজিং।
চীনকে ফেরাতে না পারায় রাশিয়াকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করার পশ্চিমা পরিকল্পনা ম্লান হয়ে গেছে। কারণ, এখন পর্যন্ত ইউক্রেনের যুদ্ধক্ষেত্র রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। এ বিষয়ে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের জাতিসংঘের পরিচালক রিচার্ড গোয়ান বলেছেন, ‘সম্মেলনটি ইউক্রেনের কূটনীতির সীমাবদ্ধতার ঝুঁকি নিয়ে এসেছে। তবুও ইউক্রেনের জন্য এটি বিশ্বকে মনে করিয়ে দেওয়ার একটি সুযোগ, তারা জাতিসংঘের সনদের নীতিগুলো রক্ষা করছে।’
শনিবার জেলেনস্কি ‘ইতিহাস তৈরি করা হচ্ছে’ বলে ভবিষ্যদ্বাণী করেছিলেন। এই সম্মেলন একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা বিশ্বে এই ধারণা ফিরিয়ে আনতে সফল হয়েছি, যৌথ প্রচেষ্টা যুদ্ধ বন্ধ করতে পারে এবং একটি ন্যায়সংগত শান্তি প্রতিষ্ঠা করতে পারে।
এদিকে জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজ ইউক্রেন সম্মেলনকে অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে অভিহিত করে বলেছেন, এটি একটি ছোট উদ্ভিদ, যাকে পানি দেওয়া দরকার।’
অন্যদিকে পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেজ ডুদা বলেছেন, শীর্ষ সম্মেলনের লক্ষ্য রাশিয়া যে বিশ্বের ভৌগোলিকভাবে দূরবর্তী দেশগুলোর জন্যও হুমকি, তা জানান দেওয়া।
গত শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে যুদ্ধ বন্ধের যে দুই শর্ত দিয়েছেন, তা প্রত্যাখ্যান করেছে ইউক্রেন ও যুক্তরাষ্ট্র।
এদিকে ইতালিতে শেষ হওয়া তিন দিনব্যাপী জি৭ সম্মেলনেও চীন ছিল আলোচনার কেন্দ্রে। কারণ, রাশিয়ার প্রতি চীনের সমর্থন ইউক্রেনে তার যুদ্ধকে ‘সক্ষম’ করছে বলে অভিযোগ করেছেন পশ্চিমা নেতারা। বিশ্বের সবচেয়ে উন্নত অর্থনীতির দেশগুলোর নেতারা শুক্রবার বেইজিংয়ের বিরুদ্ধে কঠোর সুরে সতর্ক করেছেন। একই সঙ্গে মস্কোর যুদ্ধের সহযোগী চীনসহ অন্যদের বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন।
শুক্রবারের বিবৃতিতে জি৭ নেতারা বলেছেন, রাশিয়ার প্রতিরক্ষা শিল্প ঘাঁটির জন্য চীনের চলমান সমর্থন রাশিয়াকে ইউক্রেনে অবৈধ যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষেত্রে সুবিধা দিচ্ছে। শুধু ইউক্রেন নয়, এর ফলে নিরাপত্তা হুমকি বিস্তৃত হচ্ছে। এ সময় রাশিয়াকে অস্ত্রের উপাদান, সরঞ্জামসহ অন্যান্য উপকরণ সরবরাহ বন্ধের আহ্বান জানান জি৭ নেতারা।