বিল্লাল হোসেন মজুমদার চেয়ারম্যানের ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ
ডেস্ক নিউজ: কুমিল্লা জেলার বরুড়া উপজেলার ৯নং দ: শিলমুড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন মজুমদারের ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ ১৫ জুন।
তিনি ২০২০ সালের এই দিনে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।
বরুড়া উপজেলার ৯নং দ: শিলমুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে ২৩ বছর যাবৎ দায়িত্ব পালন করেছেন তিনি৷
ছাত্রজীবন থেকেই তিনি ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন৷ পরে বরুড়া উপজেলা যুবলীগের আহবায়কের দায়িত্ব পালন করেন৷ ছিলেন বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, বরুড়া উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক, কুমিল্লাস্থ বরুড়া উন্নয়ন সমিতির সভাপতি ও কুমিল্লা আদর্শ হসপিটালের চেয়ারম্যান৷
মরহুমের পরিবার সকল শুভাকাঙ্ক্ষী, সহকর্মী ও আত্নীয়-স্বজনের কাছে তার জন্য দোয়া কামনা করছেন।