51199

মক্কা-মদিনায় ঈদের নামাজের ইমামদের নাম প্রকাশ

নিউজ ডেস্ক: বছর ঘুরে ফের দরজায় কড়া নাড়ছে বিশ্ব মুসলিম উম্মাহর দ্বিতীয় পবিত্রতম উৎসব পবিত্র ঈদুল আজহা। আগামী রোববার (১৬ জুন) সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল আজহা উদযাপিত হবে। এদিন বিশ্বের নানা প্রান্তের মুসলিমরা ঈদের নামাজ আদায় করবেন। মক্কার পবিত্র মসজিদুল হারাম ও মদিনার পবিত্র মসজিদে নববিতে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে।

এ বছর পবিত্র মসজিদুল হারামে ঈদের নামাজে ইমাম ও খতিব হিসবে থাকবেন শায়খ ড. আবদুর রহমান বিন আবদুল আজিজ আল-সুদাইস। আর মদিনার পবিত্র মসজিদে নববিতে ঈদের নামাজ পড়াবেন শায়খ ড. খালিদ বিন সুলাইমান আল-মুহান্না।

ads

গত শনিবার (৮ জুন) পবিত্র দুই মসজিদের ধর্মবিষয়ক বিভাগ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, মসজিদুল হারাম ও মসজিদে নববিতে ফজরের নামাজের পর পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে। অর্থাৎ সূর্যোদয়ের ১৫ মিনিট পরই ঈদের জামাত শুরু হবে।

ads

পবিত্র হজ করতে সৌদি আরবে বিভিন্ন দেশের ১০ লাখের বেশি হজযাত্রী পৌঁছেছেন। আগামী ১৪ জুন থেকে পবিত্র হজের কার্যক্রম শুরু হবে। এ বছর সারা বিশ্বের ২০ লাখের বেশি মুসলিম হজ পালন করবেন বলে আশা করছে সৌদি আরব।

ad

পাঠকের মতামত