কুমিল্লায় গরুবোঝাই ট্রাক উল্টে নিহত ২
নিউজ ডেস্ক: কুমিল্লার দাউদকান্দিতে গরু বোঝাই ট্রাক উল্টে এক ব্যবসায়ীসহ দুই জন নিহত হয়েছেন। একইসঙ্গে ট্রাকে থাকা দুটি গরু মারা গেছে।
বুধবার (১২ জুন) সকালে সাড়ে ৯টার দিকে উপজেলার ইলিয়টগঞ্জের পুটিয়া এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত গরু ব্যবসায়ীর নাম মো. রাসেল (৩০)। তিনি কুমিল্লার লাকসাম উপজেলার জামাল মিয়ার ছেলে। নিহত অপরজনের পরিচয় জানা যায়নি। তবে স্থানীয়দের ভাষ্য, তিনি ট্রাকের সহকারী হতে পারেন। এসময় আরো ৪-৫টি গরু আহত হয়েছে।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মঞ্জুরুল আলম মোল্লা জানান, সকালে ওই এলাকায় কাভার্ডভ্যানের পেছনে কুমিল্লাগামী গরুবোঝাই ট্রাকটি ধাক্কা দেয়। এতে দুটি গাড়ি উল্টে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এসময় গরুবাহী ট্রাকে থাকা একজন গরু ব্যবসায়ীসহ দুই জন ঘটনাস্থলেই নিহত হয়। মারা যায় ট্রাকে থাকা দুটি গরুও।