বাংলাদেশ ও ভারত পরীক্ষিত বন্ধু: কাদের
নিউজ ডেস্ক: টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় নরেন্দ্র মোদিকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। রবিবার (৯ জুন) এক অভিনন্দন বার্তায় ভারতের নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেছেন তিনি।
অভিনন্দন বার্তায় গোলাম মোহাম্মদ কাদের বলেন, ‘স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহেরলাল নেহরু’র পর নরেন্দ্র মোদি টানা তৃতীয় দফায় ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন। তার বলিষ্ঠ নেতৃত্বে ভারত বিশ্বরাজনীতিতে শক্তিশালী অবস্থান সৃষ্টি করতে সমর্থ হয়েছে।
ads
গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, ‘বাংলাদেশ ও ভারত পরীক্ষিত বন্ধু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বন্ধুপ্রতিম দুটি দেশের সম্পর্ক আগামীতে আরো জোরালো হবে বলে আশা করছি।’
ads