মিয়ানমার সেনাদের নিন্দায় জাতিসংঘ মহাসচিব
আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের রাখাইনে হামলা চালিয়ে সাধারণ মানুষকে হত্যা করায় দেশটির সেনাবাহিনীর সমালোচনা করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। জান্তা ও আরাকান আর্মির সংঘাতের মাঝখানে আটকে পড়া রোহিঙ্গাদের ওপর চলমান এই নিধন বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি।
ডয়েচ ভেলে জানিয়েছে, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস মুখপাত্র স্টেফানি দুজারিচ একটি বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গুতেরেস রাখাইনসহ মিয়ানমারে দেশটির সেনাবাহিনীর সাম্প্রতিক হামলায় অসংখ্য বেসামরিক মানুষ মারা যাওয়ায় এই হামলার নিন্দা জানান।
মিয়ামারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি জানিয়েছে, রাখাইনের রাজধানী সিতোয়ের বিয়ায়েন ফিউ গ্রামে হামলা জানিয়ে কমপক্ষে ৭০ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে জান্তা। জান্তা অবশ্য একে প্রপাগাণ্ডা বলে উড়িয়ে দিয়েছে। রাখাইনে ফোন ও ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। তাই সংঘাতের খবর নিশ্চিত করার উপায় নেই।
এদিকে, রাখাইনে বসবাসকারী রোহিঙ্গারা আরাকান আর্মির বিরুদ্ধে তাদের জোরপূর্বক ঘর থেকে বের করে দেওয়া, বাড়িঘর পুড়িয়ে দেওয়া এবং লুটপাটের অভিযোগ করেছেন। আবার সেনাবাহিনী রোহিঙ্গাদের জোর করে আরাকান আর্মির বিরুদ্ধে লড়াই করতে বাধ্য করছে বলেও অভিযোগ করেছেন তারা।