বরগুনায় ঘূর্নিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ
নিউজ ডেস্ক: বরগুনা জেলার উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। বৃহস্পতিবার (৬ জুন) বিএনপির নেতৃবৃন্দ উপকুলীয় এলাকার অসহায় মানুষের খোঁজ খবর নেন এবং ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক হাজী আমিন উর রশিদ ইয়াছিন, বরিশাল বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট বিলকিস জাহান শিরিন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব তারেক মুন্সিসহ বরগুনা জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
ads