নরেন্দ্র মোদিকে ইলন মাস্কের অভিনন্দন
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে জয়ী হয়ে তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন নরেন্দ্র মোদি। এবার তাকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক।
শুক্রবার টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী মাস্ক নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক টুইটে মোদিকে অভিনন্দন জানান। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবর থেকে এ তথ্য জানা গেছে।
ads
প্রতিবেদন অনুসারে, ইলন মাস্ক তার টুইটে বলেন, ‘বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশে নির্বাচনে জয়ের জন্য নরেন্দ্র মোদি আপনাকে অভিনন্দন। আমার কোম্পানিগুলো ভারতে কাজ করতে মুখিয়ে আছে।’
ads