
‘মেসি আমার বন্ধু, আমার আইডল’ বললেন নেইমার
স্পোর্টস ডেস্ক: ২০১৩ সালে সান্তোস ছেড়ে বার্সেলোনায় যোগ দেন নেইমার। কাতালান ডেরায় ব্রাজিলিয়ান তারকার সঙ্গে বন্ধুত্ব হয় আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির। ২০১৭ সাল পর্যন্ত বার্সার জার্সিতে মাঠ মাতানোর পর পিএসজিতে চলে যান নেইমার। ২০২১ মৌসুমে বার্সা ছেড়ে মেসিও যোগ দেন ফরাসি ক্লাবটিতে। ২০২২-২৩ মৌসুম পর্যন্ত সেখানে একসঙ্গে খেলার পর দুজনেই পাড়ি দিয়েছেন দুই মহাদেশে। মেসি মার্কিন যুক্তরাষ্ট্রে, নেইমার সৌদি আরবে। দূরত্ব বাড়লেও এখনও আগের মতই বন্ধুত্ব রয়েছে দুজনের। এমনকি মেসিকে একজন অসাধারণ আইডলও মানছেন সেলেসাও ফরোয়ার্ড।
সম্প্রতি ব্রাজিলের একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন নেইমার। সেখানে বিশ্বজয়ী কিংবদন্তিকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আল হিলাল তারকা। জানিয়েছেন, মেসি তার আদর্শ বন্ধুও।
‘আমরা একে অপরের চেয়ে অনেক দূরে আছি কিন্তু আমাদের কথা হয়। আমরা অনেক কথা বলি। এমনকি গতকালও সে আমাকে একটি বার্তা পাঠিয়েছে। আমরা একে অন্যকে নিয়ে খুশি। এখানে শিরোপা জেতার পর সে আমাকে বার্তা পাঠিয়েছে। আমি তার সঙ্গে কথা বলেছি।’
ইন্টার মিয়ামি তারকার প্রশংসাও করেছেননেইমার। বলেছেন, ‘সে অসাধারণ মানুষ। মেসি আমার জন্য আয়না, অসাধারণ একজন আইডল। পাশাপাশি সে আমার বন্ধুও। আমাদের প্রচুর আড্ডা হয়।’