50836

ইসির নতুন সচিব শফিউল আজিম, জাহাংগীর আলম জননিরাপত্তায়

নিউজ ডেস্ক: অতিরিক্ত সচিব থেকে পদোন্নতি পেয়ে সচিব হলেন বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) শফিউল আজিম। পদোন্নতি দিয়ে তাকে নির্বাচন কমিশন সচিবালয়ে পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার (২১ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

ads

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) শফিউল আজিমকে পদোন্নতি দিয়ে সচিব করা হলো। তাকে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

শফিউল আজিমের গ্রামের বাড়ি কক্সবাজারে। ২০২২ সালের ডিসেম্বরে তিনি বাংলাদেশ এয়ার লাইনসের এমডি হন। ১৯৯৫ সালে তিনি ১৫তম বিসিএস প্রশাসন ক্যাডারে কর্মজীবন শুরু করেন। তিনি সাভারে লোক প্রশাসন প্রশিক্ষণ ইনষ্ঠিটিউটের উপ-পরিচালক ছিলেন।

ads

বিসিএস ১৫তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা শফিউল আজিমের জন্ম ১৯৬৭ সালের ১৮ নভেম্বর; গ্রামের বাড়ি কক্সবাজার।

সরকারি চাকরিতে তার কর্মজীবন শুরু ১৯৯৫ সালে। ২০২২ সালের ১২ ডিসেম্বর বিমানের এমডির দায়িত্ব পান তিনি।

আর নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলমকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব করেছে সরকার।

জননিরাপত্তা বিভাগের সচিবের দায়িত্ব পাওয়া জাহাংগীর আলম ১৯৬৯ সালের ১৫ মে পটুয়াখালীতে জন্মগ্রহণ করেন। বিসিএস ১৩তম ব্যাচের প্রশাসন ক্যাডারের এ কর্মকর্তা ১৯৯৪ সালে ২৫ এপ্রিল সহকারী কমিশনার হিসেবে খাগড়াছড়িতে কাজে যোগ দেন।

২০২২ সালের ২৭ অক্টোবর জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব থেকে পদোন্নতি দিয়ে ইসি সচিবালয়ের সচিব করা হয় জাহাংগীরকে। এবার তিনি সচিব হয়ে পুরনো দপ্তরে ফিরলেন। তার গ্রামের বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায়।

ad

পাঠকের মতামত