49808

কুমিল্লায় ১৮ কেজি গাঁজাসহ আটক ১

নিউজ ডেস্ক: কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন পদুয়ার বাজার এলাকায় (২৭ ফেব্রুয়ারি) রাতে অভিযান পরিচালনা করে ১৮ কেজি গাঁজাসহ মোঃ আমির হোসেন (৪৯) কে আটক করেছে র্যাবের সদস্যরা। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১ টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।

র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা কোম্পানী অধিনায়ক উপ-পরিচালক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায় গ্রেফতারকৃত আসামী মোঃ আমির হোসেন @ আমির (৪৯) ডিএমপি, ঢাকা এর তেজগাঁও শিল্পাঞ্চল থানার পূর্ববেগুন বাড়ী গ্রামের মৃত আফসার উদ্দীন সরদার এর ছেলে। সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদক দ্রব্য গাঁজা সংগ্রহ করে ঢাকা, কুমিল্লা জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ads
ad

পাঠকের মতামত