49844

অনলাইন কনটেন্ট সরাতে আইন করছে কানাডা

আন্তর্জাতিক ডেস্ক: কানাডা সরকার অনলাইন থেকে ক্ষতিকর ও ঘৃণামূলক কনটেন্ট সরাতে একটি আইনের খসড়া প্রকাশ করেছে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর লিবারেল সরকার পার্লামেন্টের নিম্নকক্ষে খসড়াটি প্রকাশ করে।

প্রস্তাবিত বিলটি অনলাইন হার্মস অ্যাক্ট নামে পরিচিত। বিলটি প্রথমে সংসদীয় কমিটি দ্বারা পরীক্ষা করা হবে। তারপর আইন হওয়ার আগে সম্ভাব্য সংশোধনের জন্য সিনেটে পাঠানো হবে।

ads

বিলটি আইনে পরিণত হলে কানাডা সরকার প্রযুক্তি কোম্পানিগুলোকে ২৪ ঘণ্টার মধ্যে কোনো কনটেন্ট সরাতে অনুরোধ করতে পারবে। তা মানা না হলে সরকার মানবাধিকার ট্রাইব্যুনালে সংশ্লিষ্ট কোম্পানির বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য ছড়ানোর অভিযোগ করতে পারবে।

কানাডার প্রস্তাবিত আইনটি অনলাইনের ফৌজদারি অপরাধের শাস্তি বাড়াবে বলে ধারণা করা হচ্ছে।

ads

বিলটিতে ক্ষতিকর কনটেন্টের সাতটি ক্যাটাগরি করা হয়েছে। ক্যাটাগরিগুলো হলো সম্মতি ছাড়া অন্তরঙ্গ কনটেন্ট প্রকাশ, ঘৃণা সৃষ্টিকারী কনটেন্ট, সহিংস চরমপন্থা বা সন্ত্রাসবাদকে প্ররোচিত করে এমন কনটেন্ট, সহিংসতা উস্কে দেয় এমন কনটেন্ট, শিশু উৎপীড়ক কনটেন্ট এবং শিশুদের নিজের ক্ষতি করতে প্ররোচিত করে এমন কনটেন্ট।

ট্রুডো বলেন, এ আইন প্রযুক্তি কোম্পানিগুলোকে নিজেদের কনটেন্টের জন্য কাঠগড়ায় দাঁড় করাবে। অনলাইনকে আরও নিরাপদ করবে।

কনজারভেটিভ পার্টির নেতা পিয়েরে পোইলিভর প্রস্তাবিত বিলটির তীব্র বিরোধিতা করেছেন। তিনি বলেছেন, এ আইন কানাডার মত প্রকাশের স্বাধীনতাকে সংকুচিত করবে।

ইতঃপূর্বে যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ও টেক্সাস রাজ্যও অনলাইন থেকে কনটেন্ট সরানো বিষয়ক আইন করেছে।

সূত্র : আলজাজিরা

ad

পাঠকের মতামত