49787

ইঞ্জিনিয়ার এরশাদ গার্লস হাই স্কুলের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী

বুড়িচং প্রতিনিধি: বুড়িচং উপজেলার ভরাসার ইন্জি. এরশাদ গার্লস হাই স্কুল এর বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল সোমবার স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।

স্কুল কমিটির সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক ইন্জি. মো. এরশাদুল ইসলাম মিন্টুর সভাপতি ত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ ইকবাল হোসেন।

ads

বিশেষ অতিথি ছিলেন ভরাসার হাই স্কুল কমিটির সাবেক সভাপতি কাজী আবদুল ওয়াদুদ, ভরাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. মোসলেহ উদ্দিন, সোনার বাংলা কলেজের সহযোগী অধ্যাপক মাসুদ পারভেজ, কমিটির সদস্য আবুল কালাম আজাদ।

সহকারী শিক্ষক তানিয়া আক্তার ও জাহিদ হাসান এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক এনামুল হক সোহেল। আরও বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক শিরিন আক্তার, মাওলানা মো. আবু ইউসুফ আলী, এমরান হোসেন। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক ওমর ফারুক, মাসতুত আক্তার রুপা,আকলিমা আক্তার ডলি।

ads
ad

পাঠকের মতামত