49219

সীমান্ত বন্ধ করে দেবেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষ সিনেটে ক্ষমতাসীন ও বিরোদী দল মিলে সীমান্ত বিল পাস করলে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার (২৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি।

এক বিবৃতিতে বাইডেন বলেন, আমাকে যদি এই ক্ষমতা দেওয়া হয় তাহলে ওই দিনই আমি সীমান্ত বন্ধ করে দেব। বিল পাস হলে আমি সই করব। এ সময় মার্কিন সিনেটরদের বিলটি পাস করার আহ্বান জানিয়েছেন তিনি।

ads

মার্কিন রাজনীতিতে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত অন্যতম একটি বিতর্কিত ইস্যু। এ নিয়ে দুভাগে বিভক্ত ক্ষমাতাসীন ও বিরোধীরা। প্রেসিডেন্ট নির্বাচন এগিয়ে আসায় এই বিতর্কের পালে আরও জোরে হাওয়া লেগেছে। চাপ বাড়ছে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের ওপরও। তিনি পরবর্তী নির্বাচনে আবারও প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।

এ ছাড়া সীমান্ত ইস্যুর সুরাহা না হওয়ায় ইউক্রেনকে নতুন করে সহায়তা দিতে পারছে না বাইডেন প্রশাসন। এ ছাড়া ইসরায়েল ও তাইওয়ারকে সহায়তার বিষয়টি এর সঙ্গে যুক্ত করেছেন বিরোধী রিপাবলিকান নেতারা। তারা বলছেন, দেশের সীমান্ত সুরক্ষিত হলেই এদের সহায়তা অনুমোদন দেওয়া হবে। মার্কিন কংগ্রেস নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ বর্তমানে তাদের দখলে রয়েছে।

ads

সম্প্রতি যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টার ঘটনা নাটকীয় হারে বেড়েছে। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোর উদ্বেগ প্রকাশ করেছেন। এ কারণে দুই দেশের বেশ কয়েকটি সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়া হয়েছে।

মার্কিন সরকারের তথ্য অনুযায়ী, গত ডিসেম্বরে এ সীমান্ত পাড়ি দিয়ে প্রতিদিন গড়ে সাড়ে ৯ হাজারের বেশি মানুষ যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করেছেন।

অবশ্য সীমান্ত পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টাকালে প্রতি বছরই লাখ লাখ মানুষ গ্রেপ্তার হয়ে থাকেন। ২০২২ ও ২০২৩ সালে মার্কিন দক্ষিণ সীমান্তে গ্রেপ্তার হওয়া মানুষের সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে।

মার্কিন হোমল্যান্ড সিকিউরিটির তথ্য অনুসারে, চলতি বছরের সেপ্টেম্বরে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টাকালে ২ লাখের বেশি অভিবাসনপ্রত্যাশীকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের সীমান্তরক্ষী বাহিনী।

ad

পাঠকের মতামত