49222

গলফ টুর্নামেন্টের সমাপনীতে পুরস্কার বিতরণ করলেন সেনাপ্রধান

নিউজ ডেস্ক: চার দিনব্যাপী ‘তৃতীয় ক্রাউন সিমেন্ট কাপ গলফ টুর্নামেন্ট-২০২৪’ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জানুয়ারি) ঢাকা আর্মি গলফ ক্লাব সেনানিবাসে প্রধান পৃষ্ঠপোষক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

ads

এর আগে শুক্রবার (২৬ জানুয়ারি) টুর্নামেন্টের উদ্বোধন করেন আর্মি গলফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল খান ফিরোজ আহমেদ।

চার দিনব্যাপী এ টুর্নামেন্টে মোট ৮৩৪ জন গলফার অংশ নেন। টুর্নামেন্টে সাফিন-উজ্জ-জামান উইনার, লে. কর্নেল কামরুজ্জামান রানার আপ এবং মিসেস সালমা নাজমুল লেডিস উইনার হওয়ার কৃতিত্ব অর্জন করেন।

ads

সমাপনী অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, স্পন্সর, আর্মি গলফ ক্লাবের সদস্য, অন্যান্য বিশিষ্ট ব্যক্তি, খেলোয়াড় এবং গণমাধ্যম ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি সেনাপ্রধান জেনারেল শফিউদ্দিন আহমেদ এ ধরনের প্রতিযোগিতা আয়োজন দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। একইসঙ্গে মহতী এ উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

ad

পাঠকের মতামত