49063

ফিলিপাইন ও কানাডার প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর

আন্তর্জাতিক ডেস্ক: প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে ফিলিপাইন ও কানাডা। শুক্রবার (১৯ জানুয়ারি) এই সমঝোতা চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে সম্পর্ককে আরও গভীর ও শক্তিশালী করবে বলে জানিয়েছেন ম্যানিলার প্রতিরক্ষামন্ত্রী। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ফিলিপাইন ও কানাডার মধ্যে সমঝোতা স্মারকে সামরিক সহযোগিতা ছাড়া আরও কিছু বিষয় উল্লেখ করে ফিলিপাইনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সামরিক শিক্ষা, প্রশিক্ষণ বিনিময়, তথ্য আদান-প্রদান, শান্তিরক্ষা কার্যক্রম এবং দুর্যোগকালীন সহযোগিতার দ্বার উন্মোচন করবে।

ads

এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করার পর আনন্দ প্রকাশ করে ফিলিপাইনের প্রতিরক্ষা সচিব গিলবার্তো তেওডোরো এক বিবৃতিতে বলেন, ফিলিপাইন ও কানাডার প্রতিরক্ষা সম্পর্কের নতুন মাইলফলক সম্পর্ককে আরও গভীর ও শক্তিশালী করবে।

ads
ad

পাঠকের মতামত