কুমিল্লার মানুষ আমাকে ভালোবাসে, ইনশাআল্লাহ জয়ী হব: এয়ার আহমেদ সেলিম
মাইনুল হক: কুমিল্লা-৬ সদর আসনে লাঙ্গল প্রতীকের প্রার্থী ও কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির সভাপতি এয়ার আহমেদ সেলিম বলেছেন, ১৯ ডিসেম্বর থেকে প্রচার প্রচারণা চালাচ্ছি। মানুষ যেভাবে সাড়া দিচ্ছে এবং কথা দিচ্ছে আমি মনে করি প্রত্যেকটি মানুষ আমার পিছনে সারিবদ্ধ হয়েছে। কুমিল্লার মানুষ আমাকে ভালোবাসে এর প্রমান আমি আমার কাজের মধ্য দিয়ে বুঝতে পেরেছি। মানুষ আজকে ঐক্যবদ্ধ। কুমিল্লার মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে আগামী ৭ তারিখ পর্যন্ত যদি এভাবে থাকে ইনশাআল্লাহ আমি জয়ী হব।
মঙ্গলবার (২ জানুয়ারী) বিকেলে নগরীর মোগলটুলী এলাকায় গণসংযোগ চলাকালে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন তিনি।
এয়ার আহমেদ সেলিম বলেন, এরশাদ সরকার একদিনে ৪৬০টি উপজেলা করেছিলেন। উপজেলাগুলো করার কারণে প্রত্যেতটি উপজেলায় ২০ থেকে ২৫ জন বিসিএস কর্মকর্তা কাজ করছে।এর আগে উপজেলাগুলোতে মাত্র ১জন সার্কেল অফিসার ছিল। এরশাদ সাহেব ১৯টি জেলা থেকে ৬৪টি জেলা করেছে। ৬৪টি জেলা করার কারণে আজকে প্রশাসনিক ভাবে যে বিকেন্দ্রীকরণ হয়েছে সেখানে ডিসি, এসপি, এডিসি এবং অফিসার হিসেবে আমাদের সন্তানরা কাজ করছে। এটা হচ্ছে আমাদের উন্নয়ন। এ উন্নয়নের সাথে অন্য কোন সরকারের উন্নয়ন মিলে কিনা সেটা বাংলার মানুষ জানে।
তিনি বলেন, এরশাদ সরকারের আমলে দেশের বড় বড় সেতু এবং গ্রাম গঞ্জের রাস্তাঘাট সহ ব্যাপক উন্নয়ন হয়েছে। ছাত্র রাজনীতি এরশাদ সাহেব বন্ধ করার কারণ ছিল কৃষক- শ্রমিকের সন্তানরা ঢাকা বিশিববিদ্যালয়ে পড়তে যাবে আর লাশ হয়ে বাড়িতে ফিরবে তিনি এটা চাননি। এজন্য তিনি ছাত্র রাজনীতি বন্ধ করছিলেন। উনার আমলে দ্রব্যমূল্যের এত উর্ধগতি হয় নাই। আজকে দ্রমূল্যের উর্ধগতি কারণে মানুষের নাভিশ্বাস। মানুষকে উদ্ধার করতে হবে। আমরা যদি সরকারে আসি এগুলো থেকে মানুষকে উদ্ধার করব। এরশাদ সাহেবের আমলে এদেশের মানুষ যে উপকৃত হয়েছে, এ দুই সরকারের আমলে আমলে মানুষ ততটা উপকৃত হয় নাই। তিনি ক্ষমতার রাজনীতি করেন নাই। এদেশের মেহনতী মানুষের জন্য কাজ করেছেন। এরশাদ সাহেব দেশকে যা দিয়ে গিয়েছে, যে কাজ করেছে, আমরা যদি সরকারে যাই সে কাজ গুলো আমরা আবার পুরো উদ্যমে অব্যাহত করে বাংলার মানুষকে সুখে শান্তিতে রাখার চেষ্টা করব।
লাঙ্গল প্রতীকের প্রার্থী এয়ার আহমেদ সেলিম বলেন, সরকার গঠনে আল্লাহ রাব্বুল আলামীন যদি আমাদের সহায় হন, দলের চেয়ারম্যান জিএম কাদের সাহেব নির্বাচনে যে ইশতেহার দিয়েছে, এ ইশতেহার অনুযায়ী বাংলাদেশকে প্রাদেশিক সরকার করে বিভিন্ন স্থানে প্রশাসনিক বিকেন্দ্রকরণ করা হবে।
এয়ার আহমেদ সেলিম কুমিল্লাবাসীকে উদ্দ্যেশ্যে করে বলেন, আপনারা আমাকে চিনেন। দীর্ঘদিন আপনাদের সাথে থেকে রাজনীতি করছি। এই কুমিল্লাতে আমার কোন বদনাম রয়েছে কিনা আপনারাই বিচার করবেন। আমি যদি সত্যবাদী রাজনীতি করে থাকি, আপনাদের উপকার করে থাকি, আমি ক্ষমতায়-চেয়ারে ছিলাম না, কিন্তু জাতীয় পার্টির সরকারের আমলে আপনাদের সবার জন্য কাজ করার চেষ্টা করেছি। কি করেছি সেটা আপনারা জানেন? এই কুমিল্লায় স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মক্তবে আমার ব্যক্তিগত তহবিল থেকে অনেক আর্থিক সহায়তা দিয়েছি। পরবর্তী সরকারের আমলে যারা দিয়েছে তারা সরকারের টাকা দিয়েছে এবং দিচ্ছে। তাই কুমিল্লা বাসীর নিকট অনুরোধ করব আমাকে একটি বার নির্বাচিত করে চেয়ারে বসার সুযোগ দিন। দেখেন আমি কি করি? অনেকে অনেক বার বসেছে, আপনারা সেদিক বিবেচনা করে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭ জানুয়ারী আপনাদের মূল্যবান ভোটটি দিয়ে আমাকে একটিবার ক্ষমতায় পাঠান। আমি কুমিল্লাকে, এই বাংলাদেশে এবং বিশ্বের মানচিত্রে কিভাবে উঠিয়ে ধরি আপনারা দেখবেন।
মঙ্গলবার তিনি দিনব্যাপী নগরীর রাজগঞ্জ, মোগলটুলী, চৌধুরীপাড়া, মফিজাবাদ কলোনী সহ বিভিন্ন স্থানে ভোটারদের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি নাঙ্গল প্রতীকে ভোট চান। এ সময় জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।