রমজান মাস শুরুর দিন জানালো আমিরাত
আন্তর্জাতিক ডেস্ক: আসছে নতুন বছর- ২০২৪ সালের ১১ মার্চ পবিত্র রমজান মাস শুরু হবে বলে জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান।
মঙ্গলবার আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সোসাইটির এক বৈঠক শেষে তিনি একথা জানান। জারওয়ান বলেন, ২০২৪ সালে আরব আমিরাতে শীতের মৌসুমে পবিত্র রমজান শুরু হবে।
২০৩১ সাল অর্থাৎ ১৪৫৩ হিজরি পর্যন্ত আমিরাতে রমজান মাস শীতকালেই শুরু হবে। ফলে এই আট বছর সিয়াম সাধনায় অনকেটাই স্বস্তি বোধ করবেন দেশটির মুসলিমরা।
আরব আমিরাতে বসন্ত শুরু হওয়ায় রমজানে তাপমাত্রা শীতল থাকবে। স্কুলগুলো রমজানের ছুটির জন্য বন্ধ থাকবে। ২০২৩ সালের তুলনায় দেশটিতে এবার রোজার সময় কমছে।
এ বছর রমজান মাসের প্রথম দিনে আমিরাতের মুসলমানরা ১৩ ঘণ্টা ১৬ মিনিট রোজা রাখবেন। মাস শেষে রোজার সময় প্রায় ১৪ ঘণ্টায় পৌঁছে যাবে।
সেখানে গত বছর রোজার সময় ছিল ১৩ ঘণ্টা ৩৩ মিনিট এবং ১৪ ঘণ্টা ১৬ মিনিটের মধ্যে।