মরহুম বারেক সওদাগরের পুত্র আব্দুল কাদের জিলানীর দাফন সম্পন্ন
নিউজ ডেস্ক: কুমিল্লা নগরীর মনোহরপুর নিবাসী (সদর হাসপাতাল গেইট সংলগ্ন) সওদাগর বাড়ীর মরহুম বারেক সওদাগরের একমাত্র পুত্র আব্দুল কাদের জিলানী রাজেশের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায় নগরীর টমছমব্রীজ গোরস্তানে দাফন সম্পন্ন করা হয়।
এর আগে বাদ আসর কুমিল্লা সদর হাসপাতাল জামে মসজিদে বিপুল সংখ্যক মুসুল্লির উপস্থিতে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় ইমামতি করেন সদর হাসপাতাল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা সাদিকুর রহমান।
জানাজার পূর্বে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, কুসিক প্যানেল মেয়র হাবিবুর আল আমিন সাদি, মরহুমের চাচা আব্দুর রাজ্জাক মনা।
প্রসঙ্গত, মরহুম বারেক সওদাগরের একমাত্র পুত্র আব্দুল কাদের জিলানী রাজেশ দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ সকালে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর। তিনি গর্ভধারণী মা, স্ত্রী-এক ছেলে সন্তান ও আত্বীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।