অধ্যাপক মোঃ ইউনুস ফাউন্ডেশনের উদ্যোগে জোবেদা খাতুন কলেজে উপহার প্রদান
বুড়িচং প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলার পীর যাত্রাপুর ইউনিয়নের পীরযাত্রাপুর গ্রামে অবস্থিত জোবেদা খাতুন কলেজে সম্প্রতি দুষ্কৃতকারীদের কর্তৃক অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত হওয়ায় বুড়িচং ব্রাহ্মণপাড়া আসনের সাবেক সংসদ সদস্য মরহুম অধ্যাপক ইউনুস (এমপির) স্মরণে গঠিত অরাজনৈতিক সংগঠন অধ্যাপক মোঃ ইউনুস ফাউন্ডেশন উদ্যোগে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) উপহার সামগ্রী প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বারের সাবেক পিপি ও অধ্যাপক মোঃ ইউনুস ফাউন্ডেশনের চেয়ারম্যান এডভোকেট আহম তাইফুর আলম।
বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের প্রফেসর ডঃ মুহাম্মদ সোলায়মান সভাপতি কুমিল্লা,মহানগর ইউনিট, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পীর যাত্রা পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু তাহের, ফাউন্ডেশনের সহ-সম্পাদক অ্যাডভোকেট এরশাদুল হক ভূইয়া , ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল ও স্যারের সুযোগ্য সন্তান জনাব অধ্যাপক মোঃ নাসিম, ব্রাহ্মণ পাড়া ইউনিটের সেক্রেটারি সাংবাদিক এস এ লাভলু , এরশাদ ডিগ্রি কলেজের সাবেক সহকারী অধ্যাপক নুরুল ইসলাম ও মোঃ আব্দুল হালিম খান ও কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান।
ফাউন্ডেশনের বুড়িচং ইউনিটের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামাল হোসেনের সঞ্চালনায় সভার কার্যক্রম পরিচালিত হয়। উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন ইউনিয়নের মেম্বার বৃন্দ, কলেজের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,সুধিমন্ডলী সহ শিক্ষক ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। সহায়তা কার্যক্রম বিতরণ অনুষ্ঠানে সভায় প্রধান অতিথি অধ্যাপক মোঃ ইউনুছ এমপির জীবনী বিশদভাবে তুলে ধরেন যা নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় বলে তিনি মনে করেন এবং দুষ্কৃতি কারীদের কর্তৃক কলেজের কার্যক্রম ব্যাহত করার প্রচেষ্টায় নিন্দা জ্ঞাপন করা হয়। সবার বিশেষ অতিথি প্রফেসর ডঃ সোলায়মান বলেন এই হীন প্রচেষ্টা শুধুমাত্র কলেজ কার্যক্রম কে ধ্বংস করাই নয় জাতির শিক্ষা ধ্বংসের মাধ্যমে প্রজন্মকে ধ্বংস করার প্রচেষ্টা বা পায়তারা হিসেবে তিনি এই হীন কার্যক্রমের তীব্র নিন্দা জ্ঞাপন করেন। এবং কলেজের এই সহায়তা কার্যক্রমে অধ্যাপক মোঃ ইউনুস ফাউন্ডেশন এগিয়ে আসায় তিনি ফাউন্ডেশনের সমন্বয়ের ডক্টর নাজমুল হাসান শাহীনকেও ধন্যবাদ কৃতজ্ঞতা জানান।এই উদ্যোগে সফল করার জন্য ফাউন্ডেশনের সমন্বয়ক অধ্যাপক মোঃ ইউনুছের সন্তান আমেরিকা প্রবাসী ডক্টর নাজমুল হাসান শাহিন প্রচেষ্টা চালিয়েছেন এবং এই উদ্যোগ সফল হওয়ায় সকলকে তিনি ধন্যবাদ কৃতজ্ঞতা জানান। উক্ত সভায় ফাউন্ডেশন এর পক্ষ থেকে দরিদ্র শিক্ষার্থী দুইজন যারা বিভিন্ন কলেজে ভর্তি হবে তাদেরকে আর্থিক অনুদান ও কন্ঠনগর মসজিদের জন্য আর্থিক অনুদান প্রদান করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ নাসিম ও প্রধান অতিথি সহ সকল অতিথিবৃন্দ। কলেজের পক্ষ থেকে কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান ও গভর্নিং বডির সদস্য জনাব মাসুম সহ এলাকাবাসী ফাউন্ডেশন এর চেয়ারম্যান আহম তাইফুর আলম ও অতিথি বৃন্দের নিকট হতে স্টিলের আলমারি ও ফ্যান বুঝে নেন।