46412

কুমিল্লায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের গণঅনশন ও গণসমাবেশ

নিউজ ডেস্ক: “ধর্মীয় রাষ্ট্র নয়, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চাই” এই স্লোগান ধারণ করে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার আয়োজনে ৭ দফা দাবিতে শুক্রবার (২১ সেপ্টেম্বর) কুমিল্লা টাউন হলে সকাল-সন্ধ্যা গণঅনশন ও গণসমাবেশ কর্মসূচি পালন করেছে।

ads

গণঅনশনে সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সভাপতি বাবু চন্দন রায়।

ads

এ সময় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি বাবু হরিপদ শীল, সাধারণ সম্পাদক বাবু অধ্যক্ষ তাপস কুমার বক্সী, যুগ্ন সাধারন সম্পাদক এডভোকেট বিকাশ সাহা, যুগ্ন সাধারণ সম্পাদক এডভোকেট রতন কুমার দে, নির্বাহী সদস্য ডাক্তার মধুসূদন রায়, বীর মুক্তিযোদ্ধা প্রমোদ চক্রবর্তী, দপ্তর সম্পাদক বাবু দীপক মজুমদার, পীতাম্বর গৌরাঙ্গ দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কুমিল্লা মহানগর কমিটির সভাপতি দিলীপ নাগ কানাই।

দাবি গুলো হল-সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, জাতীয় সংখ্যা লঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি আইন ও দেবোত্তর সম্পত্তি সংরক্ষন আইন প্রনয়ন, পার্বত্য শান্তি চুক্তি ও পার্বত্য ভূমি কমিশনের যথাযথ বাস্তবায়ন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, সমতলে আদিবাসীদের জন্যে পৃথক ভূমি কমিশন গঠন ও সরকারি দলের গত নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুত অঙ্গীকার সমূহ বাস্তবায়ন।

ad

পাঠকের মতামত