46376

ভারত সিরিজের প্রথম ম্যাচে নেই দুই অস্ট্রেলীয়

স্পোর্টস ডেস্ক: ভারতের মোহালিতে আগামীকাল তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে স্বাগতিক ভারত ও অস্ট্রেলিয়া। বিশ্বকাপের আগে দুদলের জন্যই সবশেষ সিরিজ এটি। তবে সিরিজ শুরুর আগেই অস্ট্রেলিয়ান শিবিরে জোড়া ধাক্কা। গ্লেন ম্যাক্সওয়েল এবং মিচেল স্টার্ক মোহালিতে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামতে পারবেন না।

ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স জানিয়ে দেন, স্টার্ক এবং ম্যাক্সওয়েল সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারবেন না। কামিন্স বলেন, ‘স্টার্ক এসেছে ভারতে। তবে শুক্রবার খেলতে পারবে না। আশা করছি পরের দু’টি ম্যাচে ওকে পাওয়া যাবে। সিডনিতে থাকার সময় ও বল করেছে। বৃহস্পতিবার এবং শুক্রবারও বল করবে। খোঁজ রাখছি ওর চোট কতটা সেরেছে। গ্লেন ম্যাক্সওয়েলের অবস্থাও এক। ও খেলতে পারবে না প্রথম ম্যাচে।’

ads

ভারতের মাটিতে তিনটি এক দিনের ম্যাচ খেলে বিশ্বকাপের প্রস্তুতি সারবে অস্ট্রেলিয়া। কিন্তু চোট থাকা ক্রিকেটারদের নিয়ে বাড়তি সতর্ক তারা। বিশ্বকাপে সকলকে পুরো ফিট চাইবেন কামিন্স। সেই কারণে তিনি নিজেকে নিয়েও সতর্ক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার প্রথম দলের অনেকে খেলেননি। সেই না খেলার দলে ছিলেন কামিন্সও। চোট ছিল তার। কামিন্স বলেন, ‘আমি এখন ঠিক আছি। কব্জি এখন অনেক ভাল আছে। পুরোপুরি সুস্থ। নেটেও বল করেছি। আশা করি শুক্রবার খেলব। তিনটি ম্যাচেই খেলব।’

দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলতে পারেননি স্টিভেন স্মিথও। তবে ভারতের বিপক্ষে তিনটি ম্যাচই খেলতে আশাবাদী কামিন্স। স্মিথও মাঠে নামতে পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন। কামিন্স বলেন, ‘ও সুস্থ এবং আগামীকাল খেলবে। ওকে দেখে পুরোপুরি ফিটই মনে হয়েছে।’

ads

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পূর্বেই গ্লেন ম্যাক্সওয়েল গোড়ালিতে চোট পেয়েছিলেন। সেই চোটের জেরেই ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে পারবেন না। কামিন্স আরও জানান যে অস্ট্রেলিয়া চার বোলার নিয়েই মাঠে নামবে। অ্যাডাম জাম্পা ডেথ ওভারেও বোলিং করতে পারায়, দলকে সমস্যার সম্মুখীন হতে হবে না। তিনি বলেন, ‘আমরা চারটি প্রথম সারির বোলার নিয়ে মাঠে নামছি, যারা ইনিংসের যে কোনও সময়ে বল করতে পারেন। জাম্পা শুধু রান আটকাতে নয়, ইনিংসের শেষের দিকে উইকেট নিতেও সুপরাদর্শী। আমরা যদি ওর তিন, চার ওভার শেষের দিকে করাব বলে রেখে দিই, তাহলে অবাক হওয়ার কিছুই থাকবে না।’

ad

পাঠকের মতামত