46355

আরব বিশ্বে মাদকের বিস্ফোরক বৃদ্ধি নিয়ে সৌদি আরবের সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী সোমবার মধ্যপ্রাচ্যে মাদকের ‘বিস্ফোরক বৃদ্ধি’র বিপদের বিরুদ্ধে সতর্ক করেছেন এবং এই হুমকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর জন্য রিয়াদের দৃঢ় সংকল্প ব্যক্ত করেছেন।

পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এক অনুষ্ঠানে বলেন, ‘বিশ্বের আমাদের অংশে আমরা সিন্থেটিক ড্রাগের বিস্ফোরক বৃদ্ধি দেখেছি। আমরা আমাদের সমাজে খুব খারাপ প্রভাব দেখতে পাচ্ছি এবং এই ইস্যুতে আমাদের সম্পৃক্ততাকে আরও জোরদার করছে।

ads

প্রিন্স ফয়সাল বলেন, সম্প্রতি অসুরক্ষিত ও অস্থিতিশীল দেশগুলোতে মেথামফেটামাইনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে ।

প্রিন্স ফয়সাল সিনথেটিক ড্রাগের জনস্বাস্থ্য ও নিরাপত্তা হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতার মাধ্যমে একটি আন্তর্জাতিক জোটের নেতৃত্ব দেওয়ার জন্য শীর্ষ মার্কিন কূটনীতিক, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনকে ধন্যবাদ জানান।

ads
ad

পাঠকের মতামত