
জার্মানি-ইতালির ফেরার রাতে স্পেনের গোল উৎসব
স্পোর্টস ডেস্ক: টানা পরাজয়ের বৃত্তে আটকে গিয়েছিল জার্মানি। অবশেষে জয়ের ধারায় ফিরেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। তাদের সঙ্গে জয়ে ফিরেছে ইতালি। এই দুই দলের জয়ে ফেরার রাতে রীতিমতো গোল উৎসব করেছে স্পেন।
জার্মানি বনাম ফ্রান্স: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ফ্রান্সকে ২-১ ব্যবধানে হারিয়েছে জার্মানি। ডর্টমুন্ডের সিগনাল ইদুনা পার্কে স্বাগতিদের হয়ে একটি করে গোল করেন থমাস মুলার ও লেরয় সানে। ফরাসিদের হয়ে একটি গোলের শোধ দেন অ্যান্টনি গ্রিজম্যান।
এ নিয়ে পাঁচ ম্যাচ পর জয়ের দেখা পেল জার্মানি। সবশেষ কাতার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পর গত ২৬ মার্চ পেরুকে ২-০ গোলে হারিয়েছিল চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
ইতালি বনাম ইউক্রেন: ২০২৪ ইউরো বাছাইপর্বের ম্যাচে ইউক্রেনের বিপক্ষে ২-১ গোলের জয় তুলে নিয়েছে ইতালি। এ নিয়ে প্রতিযোগিতার চার ম্যাচে দ্বিতীয় জয়ের দেখা পেল নীল জার্সিধারীরা। সাত পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের দুইয়ে অবস্থান করছে ইতালি।
সান সিরো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তিনটা গোলই হয়েছে প্রথমার্ধে। ১২ মিনিটে ডেভিড ফ্রাত্তেসির কল্যাণে লিড নেয় স্বাগতিকরা। ২৯ মিনিটে ব্যবধান বাড়ান ফ্রাত্তেসি। প্রথমার্ধ শেষ হওয়ার চার মিনিট আগে ইউক্রেনের হয়ে ব্যবধান কমান ইয়ারমোলেঙ্কো। এক গোলের লিড ধরে রেখে বাকি সময় পার করে দেয় ইতালি।
স্পেন বনাম সাইপ্রাস: ইতালির মতো স্পেনও ইউরো বাছাইপর্বের ম্যাচ খেলতে নেমেছিল। যেখানে সাইপ্রাসের জালে গুনে গুনে ছয়বার বল পাঠিয়েছে স্প্যানিশরা। বিপরীতে কোনো গোল হজম করেনি গত আসরের সেমিফাইনালিস্টরা।
গ্রানাডার লস কারমেনেসে স্পেনের হয়ে জোড়া গোল করেন বার্সেলোনার স্ট্রাইকার ফেররান তরেস। এছাড়া একটি করে গোল করেন গভি, মিকেল মেরিনো, জোসেলু ও অ্যালেক্স বায়েনা।