
রেকর্ড গড়েছি বলেই পেলের চেয়ে ভালো হয়ে যাইনি: নেইমার
স্পোর্টস ডেস্ক: ২০২৩ সালের ৮ই সেপ্টেম্বর, মানগুইরাও স্টেডিয়াম- নিশ্চিতভাবে এই তারিখ এবং ভেন্যুকে চিরদিন মনে রাখবেন নেইমার। এই মাহেন্দ্রক্ষণ ও স্থানেই যে কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে ব্রাজিলের হয়ে সর্বাধিক গোলের রেকর্ড নিজের করে নিলেন তিনি। ইতিহাস গড়লেও মাটিতেই পা রাখছেন নেইমার। বলছেন, রেকর্ড গড়েছি বলেই পেলের চেয়ে ভালো হয়ে যাইনি।
২০১০ সালের ১০ই আগস্ট যুক্তরাষ্ট্রের বিপক্ষে এক প্রীতি ম্যাচ দিয়ে ব্রাজিলের জার্সিতে যাত্রা শুরু হয় নেইমারের। নিজের অভিষেক ম্যাচেই ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক গোলটি পেয়েছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার। শুক্রবার রাতে বিশ্বকাপ বাছাইয়ে বলিভিয়ার বিপক্ষে নিজের ১২৫টি ম্যাচে ব্রাজিলের হয়ে সর্বোচ্চ ৭৯ গোলের দেখা পেলেন নেইমার। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমি খুবই খুশি। (আনন্দ প্রকাশের) ভাষা হারিয়ে ফেলেছি। কখনোই ভাবিনি এই উচ্চতায় পৌঁছতে পারব।’
ম্যাচের পর সোশ্যাল মিডিয়ায় আকাশে তাকিয়ে হাত উঁচিয়ে ধরার একটি ছবি পোস্ট করেছেন নেইমার।
ক্যাপশনে কিছু না লিখলেও হাত জোড়ো করে রাখার একটি ইমুজি দিয়েছেন তিনি। বোঝাই যাচ্ছে, আকাশের দিকে তাকিয়ে প্রয়াত ব্রাজিলিয়ান ফুটবল গ্রেট পেলেই স্মরণ করছেন নেইমার। ম্যাচের পর ব্রাজিলিয়ান সুপারস্টার বলেন, ‘রেকর্ড গড়েছি বলেই আমি পেলে কিংবা জাতীয় দলের অন্যান্য খেলোয়াড়দের চেয়ে ভালো হয়ে যাইনি। ব্রাজিলের হয়ে সবসময়ই নিজের গল্প লেখার প্রত্যাশা করেছি। আর আজ সেটি করে দেখালাম।’
সর্বোচ্চ পাঁচবারের বিশ্বকাপজয়ী দল ব্রাজিল। তার মধ্যে তিনবারই সেলেসাওদের মাসিহা ছিলেন পেলে। তবে এখনো ব্রাজিলের হয়ে কোনো আন্তর্জাতিক শিরোপা জেতার সৌভাগ্য হয়নি নেইমারের। তবে সব হিসাব একপাশে রেখে নেইমারকে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দিতে চান ব্রাজিলেন ভারপ্রাপ্ত কোচ ফার্নান্দো দিনিজ। ম্যাচ শেষে তিনি বলেন, ‘সে গ্রেট খেলোয়াড়। মানুষের তাকে স্বীকৃতি দেয়া উচিত। তাকে গ্রহণ করে নেয়া উচিত। এই বিশাল অর্জনের জন্য সে খুব বেশি কিছু করেনি। যা হয়েছে তার পুরোটাই তার প্রাকৃতিক মেধার কারণে।’
বয়স ৩১ বছর, চাইলেই ২০২৬ বিশ্বকাপটা খেলতে পারেন নেইমার। তবে আগামী আসরে অংশ নেয়ার বিষয়ে খোদ আল হিলাল তারকাই প্রত্যয়ী নন। তার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের গুঞ্জনও উঠেছে। তবে কোচ দিনিজের বিশ্বাস ব্রাজিলের হয়ে খেলা চালিয়ে যাবেন নেইমার। তিনি বলেন, ‘তার গোল করার ক্ষুধা, রেকর্ড ভাঙার প্রচেষ্টাই বুঝিয়ে দেয় যে, সে জাতীয় দলেই থাকতে চায়।’