
কুয়েতে বাংলাদেশিদের ঈদুল আজহা উদযাপন
নিউজ ডেস্ক: ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় কুয়েতেও পবিত্র ঈদুল আজহা পালন করছেন প্রায় আড়াই লাখ প্রবাসী বাংলাদেশি। দেশটির স্থানীয় সময় ভোর ৫টা ৬ মিনিটে একযোগে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
কুয়েতের সবচেয়ে বড় ঈদ জামাত আল কাবির গ্রান্ড মসজিদে অনুষ্ঠিত হয়েছে। যেখানে এক সঙ্গে ১১ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে।
এশিয়ার সেরা ২০০-তে বাংলাদেশের দুই বিশ্ববিদ্যালয়
এ ছাড়াও দেশটির বিভিন্ন স্থানে বাংলাদেশি অধ্যুষিত এমন ২২টি মসজিদে বাংলা খুতবা পাঠ করেন বাংলাদেশি খতিবরা। সেখানে নিজের মাতৃভাষায় ঈদে খুতবা শুনে বেশ আনন্দিত প্রবাসী বাংলাদেশিরা। নামাজ শেষে নিজেদের সাধ্যমতো দুম্বা ও গরু কোরবানি দিয়েছেন প্রবাসীরা।
অন্যদিকে, ঈদের জামায়াতে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মার সুখ, শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে কুয়েতের প্রতিটি মসজিদে দোয়া করা হয়।