43477

চলে গেলেন পপ তারকা টিনা টার্নার

আন্তর্জাতিক ডেস্ক: জনপ্রিয় মার্কিন পপ ও রক তারকা টিনা টার্নার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

টিনার অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে এ তথ্য জানানো হয়েছে।

ads

গত কয়েক বছর ধরেই ক্যান্সার, স্ট্রোক এবং কিডনিসহ বেশ কয়েকটি স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন টিনা টার্নার।

১৯৬০ দশকে স্বামী ইকের সঙ্গে জনপ্রিয়তা পান। তাদের ‘প্রাউড ম্যারি’, ‘মাউন্টেন হাই’ ও ‘রিভার ডিপ’ গানগুলো তুমুল জনপ্রিয় হয়েছিল।

ads

১৯৭৮ সালে স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয় টিনার।
পরে ১৯৮০ এর দশকে একক শিল্পী হিসেবে আরও বেশি সাফল্য পান তিনি।

রক ‘অ্যান্ড’ রোলের রানী টিনা টার্নার তার স্টেজ পারফরম্যান্স এবং শক্তিশালী কণ্ঠের জন্য বিখ্যাত ছিলেন।

যুক্তরাষ্ট্রের টেনেসিতে জন্ম নেন টিনা। আটবার জিতেছেন গ্র্যামি অ্যাওয়ার্ড। ২০২১ সালে রক অ্যান্ড রোলের হল অব ফেমে একক শিল্পী হিসেবে তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

ad

পাঠকের মতামত