কুমিল্লায় সেরা রেমিট্যান্স প্রেরণকারী গ্রাহকদের পুরস্কৃত করল জনতা ব্যাংক
নিউজ ডেস্ক: জনতা ব্যাংকের মাধ্যমে বৈধ পথে রেমিট্যান্স প্রেরণে উৎসাহ প্রদান এবং রেমিট্যান্স আহরণে গতি আনয়নের লক্ষ্যে সেরা রেমিট্যান্স প্রেরণকারী গ্রাহকদের পুরস্কৃত করেছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক লিমিটেড কুমিল্লা কো-অপারেটিভ ব্রাঞ্চ।
এই কর্মসূচির অংশ হিসেবে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি করার লক্ষ্যে জনতা ব্যাংক লিমিটেড কুমিল্লা কো-অপারেটিভ ব্রাঞ্চ সেরা রেমিট্যান্স প্রেরণকারী ১০ গ্রাহকের হাতে পুরস্কার তুলে দেন কুমিল্লা কো-অপারেটিভ ব্রাঞ্চ এর ম্যানেজার কানিজ ফাতেমা পিয়া।
এ সময় তিনি দেশের স্বার্থে গ্রাহকদের বৈধ পথে রেমিট্যান্স প্রেরণের আহ্বান জানান। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন কুমিল্লা কো-অপারেটিভ ব্রাঞ্চ এর ম্যানেজার কানিজ ফাতেমা পিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক এরিয়া অফিস কুমিল্লা দক্ষিণ এর এসপিও আল-আমিন, আবু সাঈদ এবং কুমিল্লা ইপিজেড শাখার ব্যবস্থাপক লক্ষন চন্দ্র দাস।