41538

ইউক্রেন যুদ্ধের অবসান হবে আলোচনার টেবিলে: ঋষি সুনাক

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের অবসান হবে আলোচনার টেবিলে। আলোচনায় ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যেনও সম্ভাব্য সবচেয়ে ভালো অবস্থানে থাকেন সেজন্য সহযোগিতা করবেন তিনি। শুক্রবার তিনি এই মন্তব্য করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

যুদ্ধের অবসান আলোচনায় হবে বললেও ঋষি সুনাক ইঙ্গিত দিয়েছেন, সেই শান্তি আলোচনার সময় এখন নয়। তিনি পুনরায় অঙ্গীকার করেছেন, রণক্ষেত্রে ইউক্রেন যেনও সুবিধাজনক অবস্থানে থাকে সেজন্য অতিরিক্ত সহযোগিতা প্রদান করা হবে।

ads

পাঁচ বছরের মধ্যে প্রথম যুক্তরাজ্য-ফ্রান্স সম্মেলনে যোগএদওয়ার আগে ঋষি সুনাকের এই মন্তব্য সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের বক্তব্যের সঙ্গে বিরোধপূর্ণ। যুদ্ধের অবসানে ইউক্রেনকে যুদ্ধবিমান ও ট্যাংক পাঠানোর জন্য ঋষি সুনাকের প্রতি আহ্বান জানিয়েছিলেন জনসন।

ফরাসি প্রেসিডেন্ট ‘বন্ধু’ এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠকের আগে সুনাক বলেছেন, যুদ্ধবিমান ব্যবহারের জন্য আমরা প্রশিক্ষণ দিচ্ছি। তারা যে আক্রমণের মুখোমুখি তা থেকে প্রতিরক্ষার জন্য আমরা তাদের সহযোগিতা করছি। এটিই সবার মনোযোগে থাকা উচিত।

ads

তিনি বলেন, অবশ্যই এই যুদ্ধের অবসান হবে আলোচনার টেবিলে। কিন্তু এই সিদ্ধান্ত ইউক্রেনকেই নিতে হবে। আমাদের যা করতে হবে তা হলো উপযুক্ত সময়ে যখন আলোচনা হবে তখন তারা যেনও ভালো অবস্থানে থাকে, সেটি নিশ্চিত করা।

তিনি আরও বলেন, কিন্তু এই মুহূর্তে অগ্রাধিকার হলো তাদেরকে প্রশিক্ষণ ও সহযোগিতা দেওয়া যাতে করে রণক্ষেত্রে তারা সুবিধাজনক অবস্থানে থাকে।

ad

পাঠকের মতামত