41427

রাজা চার্লসের প্রথম বিদেশ সফর হবে ফ্রান্স-জার্মানিতে

আন্তর্জাতিক ডেস্ক: রাজা তৃতীয় চার্লস রাজা হিসেবে ফ্রান্স ও জার্মানিতে প্রথম বিদেশ সফর করবেন। মার্চের শেষের দিকে এই সফর অনুষ্ঠিত হবে। বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে শুক্রবার এ তথ্য জানিয়েছে।

প্যালেসের পক্ষ থেকে বলা হয়েছে, ‘রাজা এবং রানি কনসোর্টের নতুন রাজত্বের প্রথম রাষ্ট্রীয় সফর ফ্রান্স এবং জার্মানিতে রবিবার ২৬ মার্চ থেকে শুক্রবার ৩১ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে।’

ads

বিবৃতিতে বলা হয়েছে, ‘এই সফরটি ফ্রান্স এবং জার্মানির সঙ্গে ব্রিটেনের সম্পর্ক উদযাপন করবে, আমাদের ভাগ করা ইতিহাস, সংস্কৃতি এবং মূল্যবোধকে চিহ্নিত করবে।’

বিবৃতিতে আরো বলা হয়, ‘এই সফর ফ্রান্স এবং জার্মানির সঙ্গে যুক্তরাজ্য যে অনেক উপায়ে অংশীদারিত্বে কাজ করছে তা দেখার এবং প্রদর্শন করার একটি সুযোগও দেবে, তা জলবায়ু পরিবর্তন মোকাবেলা করা হোক; ইউক্রেনের সংঘাতে সাড়া দেওয়া; বাণিজ্য ও বিনিয়োগের সুযোগগুলো দখল করা বা আমাদের শিল্প ও সংস্কৃতির সেরাটি ভাগ করে নেওয়া হোক।’

ads

রাজা চার্লস তার মা রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ২০২২ সালের সেপ্টেম্বরে সিংহাসন গ্রহণ করেন।

সূত্র : আনাদোলু

ad

পাঠকের মতামত