39971

পেলের শেষকৃত্যে যোগ দিতে নেইমার ব্রাজিলে

স্পোর্টস ডেস্ক: ব্রাজিল কিংবদন্তি পেলেকে শেষবিদায় দেওয়ার প্রস্তুতি চলছে। মঙ্গলবার সকালে তিনি চিরনিদ্রায় শায়িত হবেন সান্তোসের মাঠ ভিলা বেলমিরোর পাশেই নেকরোপল একিউমেনিকাতে। আজ সোমবার খুব ভোরে তাঁর কফিন আনা হয়েছে সান্তোসের মাঠে। এখান থেকেই শুরু হবে এই মহাতারকার শেষযাত্রা।

গত বৃহস্পতিবার রাতে ৮২ বছর বয়সে ইহলোকের মায়া কাটান ফুটবল রাজা পেলে। কোলন ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে হার মেনে সাও পাওলোর আলবার্ট আইন্সটাইন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ads

পেলের মৃত্যুর পর নেইমার লিখেছিলেন, ‘পেলের আগে ১০ নম্বর ছিল শুধুই একটি সংখ্যা। আমি কোনো একসময় কোথায় জানি এটা পড়েছিলাম। সুন্দর হলেও সেটা ছিল অসম্পূর্ণ। আমি বলতে চাই, পেলের আগে ফুটবল ছিল শুধুই একটা খেলা। পেলে সবকিছু বদলে দিয়েছেন। তিনি ফুটবলকে শিল্পে বদলে দিয়েছেন, আনন্দে ভরিয়ে দিয়েছেন। তিনি দরিদ্রদের, কালোদের কণ্ঠস্বর দিয়েছেন। বিশেষ করে ব্রাজিলিয়ানদের দৃশ্যমান করেছেন। ফুটবল এবং ব্রাজিলের মানকে ওপরে তোলার জন্য রাজাকে ধন্যবাদ। তিনি চলে গেলেন, কিন্তু তার জাদু থেকে গেল। পেলে চিরন্তন। ’

বিশ্বকাপের পর কিছুদিন ছুটি কাটিয়ে প্যারিসে ফিরেছিলেন নেইমার। খেলেছেন ক্লাব পিএসজির হয়ে ম্যাচও।

ads

তবে পেলের মৃত্যুতে আবার দেশে ফিরতে হলো নেইমারকে। পিএসজি থেকে ছুটি নিয়ে সাও পাওলো গেছেন পেলের শেষকৃত্যে যোগ দিতে।

ad

পাঠকের মতামত