39943

পুতিন ও জেলেনস্কি দুজনেরই বিজয়ের প্রতিশ্রুতি

আন্তর্জাতিক ডেস্ক: নববর্ষের বক্তৃতায় ইউক্রেন ও রাশিয়ার দুই নেতাই বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছেন। তবে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যখন তার ভাষণে কৃতজ্ঞতা ও বেদনার কথা বলেছিলেন, ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রতি নাগরিকদের কর্তব্য পালনের আহ্বান জানিয়েছিলেন। তিনি যুদ্ধকে একটি কাছাকাছি-অস্তিত্বের লড়াই হিসাবে উল্লেখ করেছেন।

জেলেনস্কি তার ১৭ মিনেটর ভাষণে যুদ্ধের সবচেয়ে নাটকীয় কিছু মুহূর্ত এবং বিজয়ের কথা স্মরণ করেন। তিনি রাশিয়ার আক্রমণের বিবরণ, অন্ধকার ও ঠান্ডা সহ্য করে ইউক্রেনীয়দের টিকে থাকার জন্য গর্ব প্রকাশ করেন।

ads

তিনি বলেছেন, ‘আমাদের বলা হয়েছিল আত্মসমর্পণ করা ছাড়া আপনাদের কাছে আর কোনো বিকল্প নেই। আমরা বলেছি, আমাদের জেতা ছাড়া আর কোনো বিকল্প নেই। আমরা পুরো দেশ, আমাদের পুরো অঞ্চল একটি দল হয়ে যুদ্ধ করছি। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

অপরদিকে পুতিন তার ভাষণে বলছেন ২০২২ সাল ‘সাহস ও বীরত্বকে বিশ্বাসঘাতকতা এবং কাপুরুষতা থেকে স্পষ্টভাবে পৃথক করেছে।’

ads

পুতিন রাশিয়ার সেনাদের ধন্যবাদ জানান এবং তিনি তাদের কাছ থেকে আরও কিছু দাবি করেন।

গাঢ় স্যুট ও টাই পরিহিত পুতিন বলেন, ‘মূল বিষয় হচ্ছে রাশিয়ার ভাগ্য। পিতৃভূমির প্রতিরক্ষা আমাদের পূর্বপুরুষ ও বংশধরদের কাছে আমাদের পবিত্র দায়িত্ব। নৈতিকতা, ঐতিহাসিক ন্যায়পরায়ণতা আমাদের পক্ষে।’

পশ্চিমারা কিয়েভকে ব্যবহার করে ‘রাশিয়াকে ধ্বংস’ করার চেষ্টা করছে উল্লেখ করে রুশ প্রেসিডেন্ট বলেছেন, তিনি এটি কখনই হতে দেবেন না। যুদ্ধ কঠিন হলেও চলবে।

তিনি বলেছেন, ‘আমরা সবসময় জানি, এবং আজ আমরা আবার নিশ্চিত করছি যে, রাশিয়ার সার্বভৌমত্ব, স্বাধীনতা, নিরাপদ ভবিষ্যত শুধুমাত্র আমাদের উপর, আমাদের শক্তি ও ইচ্ছার উপর নির্ভর করছে।’

ad

পাঠকের মতামত