39008

লাকসাম বিজরা বাজারে ৩ প্রতিষ্ঠান‌ কে ২০ হাজার টাকা জ‌রিমানা

লাকসা‌ম প্রতিনিধিঃ জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের উ‌দ্যো‌গে মঙ্গলবার (১৫ ন‌ভেম্বর) কুমিল্লার লাকসাম উপ‌জেলার বিজরা বাজার এলাকায় বি‌শেষ তদার‌কি অ‌ভিযান প‌রিচালনা করা হয়।

এ সময় মূল‌্য তা‌লিকা প্রদর্শন না করা, অ‌তি‌রিক্ত দা‌মে নিত‌্যপণ‌্য বি‌ক্রি, মেয়াদ উত্তীর্ণ পণ‌্য বি‌ক্রির উ‌দ্দে‌শ্যে সংরক্ষণ এবং অস্বাস্থ‌্যকর প‌রি‌বে‌শে খাবার প্রস্তুত করার ম‌তো ভোক্তা অ‌ধিকার বি‌রোধী কর্মকা‌ণ্ডের অ‌ভি‌যো‌গে ৩ প্রতিষ্ঠান‌কে ২০ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

ads

অ‌ভিযা‌নে রংধনু ট্রেডার্সকে ৮ হাজা্ টাকা, হো‌টেল তাজ‌কে ৮ হাজার টাকা এবং মদিনা সুপার সপ‌কে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। তদার‌কি অ‌ভিযা‌নের সময় ব‌্যবসায়ী‌দের‌কে ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ আইন মে‌নে সরকার নির্ধা‌রিত দা‌মে ক্রয় বিক্রয় কর‌তে নি‌র্দেশনা দেওয়া হয়। সকাল সা‌ড়ে ১০টা থে‌কে ২ টা পর্যন্ত সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে চলা এ অ‌ভিয‌া‌নে জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব‌্যাহত থাক‌বে বলে জানান তিনি।

ads
ad

পাঠকের মতামত