
নতুন তারকা দম্পতিকে অভিনন্দন জানিয়ে মোদির চিঠি
নিউজ ডেস্কঃ বলিউডের জনপ্রিয় গায়িকা পলক মুচ্ছল ও সুরকার সংগীত পরিচালক মিঠুন সম্প্রতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তারা শুভাকাঙ্ক্ষী ও সতীর্থদের শুভকামনায় এখনও ভাসছেন দুজন।
সবার এই ভালোবাসা পেয়ে পলক-মিঠুন সত্যিই বিস্মিত ও অভিভূত। সবাই তাদেরকে এতটা ভালোবাসেন আগে ভাবতেই পারেননি এই তারকা দম্পতি।
এমন মুগ্ধতার রেশ কাটতে না কাটতেই এরই মধ্যে পেলেন নতুন চমক। স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই দুই তারকাকে চিঠি লিখে অভিনন্দন জানিয়েছেন। এই ঘটনা পলক-মুচ্ছলের কাছে ছিল ও প্রত্যাশিত-অবিশ্বাস্য। পলক মুচ্ছল এই চিঠি তার টুইটারে শেয়ার করেছেন।
आदरणीय मोदी जी,आपके आशीर्वाद रूपी पत्र ने हमारे ह्रदय को छुआ है । हम इस सम्मान और प्रेम के लिये आपके प्रति अपनी कृतज्ञता व्यक्त करते हैं । हमारे विवाह के शुभ अवसर पर आपका आशीर्वाद मिलना हमारे लिये सौभाग्य की बात है। @narendramodi @PMOIndia pic.twitter.com/KFmWWd62WK
— Mithoon (@Mithoon11) November 8, 2022
এ প্রসঙ্গে পলক মুচ্ছল বলেন, আমার কাছে প্রধানমন্ত্রীর কাছ থেকে পাওয়া এই অভিনন্দন ও শুভেচ্ছা বার্তাটি জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি হয়ে রইলো। প্রাধানমন্ত্রীর এই শুভেচ্ছা বার্তা পেয়ে আমি ধন্য হয়েছি।
উল্লেখ্য, গত ৬ নভেম্বর গাঁটছড়া বাঁধেন পলক-মিঠুন। বিবাহের পরে মুম্বাইয়ে তারকাখচিত জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷