37890

অভিবাসীদের নিয়ে যা বললেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাজ্যে স্বল্প দক্ষ অভিবাসীর সংখ্যা ‘অনেক বেশি’। একইসঙ্গে আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যাও খুব বেশি। এই শিক্ষার্থীরা প্রায়ই তাদের ওপর নির্ভরশীলদেরও সঙ্গে করে নিয়ে আসে। সংবাদমাধ্যম দ্য সানকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্র্যাভারম্যান।

অভিবাসন কমাতে ২০১৯ সালের নির্বাচনি প্রতিশ্রুতিতে অটল থাকার কথাও বলেন সুয়েলা ব্র্যাভারম্যান।

ads

এর আগে গত ২৩ সেপ্টেম্বর যুক্তরাজ্যের অর্থমন্ত্রী কোয়াসি কোয়ার্টেং বলেছিলেন, সরকার প্রবৃদ্ধি বাড়ানোর প্রয়াসের অংশ হিসেবে অভিবাসন নীতি পর্যালোচনা করতে চাইছে।

সুয়েলা ব্র্যাভারম্যান বলেন, অভিবাসন কমানো প্রধানমন্ত্রী লিজ ট্রাসের প্রশাসনের অন্যতম লক্ষ্য। তিনি বলেন, অনেক কম দক্ষ কর্মী এই দেশে আসছে। এই দেশে খুব বেশি সংখ্যক শিক্ষার্থী এসেছে। তারা সঙ্গে করে এমন অনেককে নিয়ে আসে যারা তাদের ওপর নির্ভরশীল।

ads

তিনি বলেন, ‘যারা এখানে আসছে, তারা খুব অত্যাবশ্যক কাজ করছে না কিংবা স্বল্প দক্ষতার কাজ করছে। তারা আমাদের অর্থনীতি বৃদ্ধিতে অবদান রাখছে না।’

ad

পাঠকের মতামত