37843

আড়াই দশক পর কংগ্রেসের নেতৃত্বে গান্ধী পরিবারের বাইরের কেউ

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের প্রাচীনতম রাজনৈতিক দল কংগ্রেসে দীর্ঘ আড়াই দশক পর ভোটাভুটিতে গান্ধী পরিবারের বাইরে সভাপতি হচ্ছেন। এরই মধ্যে সভাপতি নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশও করেছে কংগ্রেস।

মল্লিকার্জুন খারগ কিংবা শশী থারুর দুজনের মধ্য থেকে বেছে নেওয়া হবে কংগ্রেসের পরবর্তী সভাপতি। খবর- আনন্দবাজার পত্রিকা

ads

এর আগে কংগ্রেসের সভাপতি নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত নেতা মধুসূদন মিস্ত্রির বরাতে পশ্চিম বঙ্গের এ পত্রিকাটির খবরে বলা হয়, মোট তিনজন মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন। স্বাক্ষর না মেলায় কে এন ত্রিপাঠীর মনোনয়ন খারিজ হয়ে যায়। ফলে শশী থারুর ও মল্লিকার্জুন খারগের মধ্যেই এখন চূড়ান্ত লড়াই।

সভাপতি নির্বাচনে গান্ধী পরিবার নিরপেক্ষ থাকার কথা থাকলেও শেষ মুহুর্তে মল্লিকার্জুনের প্রতি সমর্থন দিয়েছে। খবর- আনন্দবাজার পত্রিকা

ads

তবে আগামী ৮ অক্টোবর পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করে নিতে পারবেন প্রার্থীরা- যোগ করেন মধুসূদন মিস্ত্রি।

এদিকে থারুর জানিয়েছেন, তার সঙ্গে মল্লিকার্জুনের কোনো বৈরিতা নেই। এছাড়া মল্লিকার্জুনকে দলের ‘পিতামহ ভীষ্ম’ হিসেবেও উল্লেখ করেন তিনি।

অপরদিকে দলের সভাপতি নির্বাচনে গান্ধী পরিবার নিরপেক্ষ থাকার কথা থাকলেও শেষ মুহুর্তে মল্লিকার্জুনের প্রতি সমর্থন দিয়েছে বলে আনন্দবাজারের খবরে বলা হয়। এছাড়া, কংগ্রেসের ‘এক ব্যক্তি, এক পদ’ নীতির কারণে রাজ্যসভার বিরোধী দলের নেতার পদ থেকেও পদত্যাগ করেছেন মল্লিকার্জুন।

প্রসঙ্গত, আগামী ১৭ অক্টোবর কংগ্রেসের সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া ভোট গণনা হবে ১৯ অক্টোবর।

ad

পাঠকের মতামত