37676

‘বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক টেকসই লাইব্রেরি উন্নয়ন’ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত

নিউজ ডেস্কঃ ‘পাঠাগার আন্দোলন বাংলাদেশ’ এর আয়োজনে রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমির সভাকক্ষে “বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক টেকসই লাইব্রেরি উন্নয়ন” শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি গণগ্রন্থাগার পরিষদের সভাপতি মালিক খসরু’র সভাপতিত্বে ও সংগঠনের উদ্যোক্তা মোঃ ইমাম হোসাইন এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।

ads

গোলটেবিল আলোচনায় অংশ নেন চাঁদপুর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান, জাতীয় সংসদ সদস্য ও নবনির্বাচিত মহাসিচব হাবিবা রহমান খান শেফালী, জাতীয় সংসদ সদস্য অ্যারোমা দত্ত এমপি, বাংলাদেশ জাতীয় জাদুঘর পর্ষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হাসানুজ্জামান কল্লোল, সাবেক সচিব উজ্জ্বল বিকাশ দত্ত, সাবেক সচিব মাসুদ সিদ্দিকী, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মফিজ উদ্দিন আহমেদ, আব্দুল হক, সভাপতি, বারভিডা ও সাবেক, সভাপতি, জাপান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, কুমিল্লা সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. আলী হোসেন চৌধুরী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জি.এম মনিরুজ্জামান, কবি মাসুম হামীম, প্রকাশক আনোয়ার ফরিদী, যুগ্মসচিব শাহজাহান কিবরিয়া, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, সেক্টর কমান্ডারস ফোরামের সাধারণ সম্পাদক হারুন হাবিব, গবেষক বীর মুক্তিযোদ্ধা হাশেম সুফী, বইমানব এ কে এম এনায়েত কবির, দৈনিক সংবাদ এর সম্পাদক সাংবাদিক কাশেম হুমায়ুন, সংস্কৃতি সংগঠক জাহিদ হাসান, কৃষি ব্যাংকের সাবেক এজিএম আব্দুল কুদ্দুস, নেত্রকোনার সাংস্কৃতিক সংগঠক ইকবাল হাসান তপু, ব্যাংকার সজিবুর রহমান খান, বিএনএন নিউজের সাংবাদিক সায়েজ বদরুল, আইটি বিশেষজ্ঞ সোয়েব মালিক, উষশী পরিষদের মাসুম মজুমদার প্রমুখ।

যুগ্ম-মহাসচিববৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মাহমুদুল হাসান মনির, কে এম মেহেদী হাসান বাপ্পি, রেজাউল করিম রেজা, জামাল হোসেন, সাংগঠনিক সম্পাদকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন লাবলু মিয়া, মিনারা বেগম মিনা, সামসুল হক, মোহাম্মদ আজিজুর রহমান, ওয়াহিদুজ্জামান বিশ্বাস, লোকমান হোসেন, শেখ ইখলাস।

ads

কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক ফরিদা ইয়াসমিন, প্রচার সম্পাদক মনিরুজ্জামান সহিদ, সমাজকল্যাণ সম্পাদক শিবচরণ বিশ্বাস, পরিবেশ সম্পাদক সাঈদ চৌধুরী, সাহিত্য সম্পাদক জহিরুল ইসলাম হেলাল, আন্তর্জাতিক সম্পাদক আব্দুর রশিদ, সদস্য কবি আরিফ, ব্রাহ্মণবাড়িয়া জেলার গুঞ্জন পাঠাগার স্বপন মিয়া, যুব উন্নয়ন সম্পাদক ইমতিয়াজ রবিন, ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি বাবুল হক, ব্রাহ্মণবাড়িয়া জেলার সাধারণ সম্পাদক কবির হোসেন কানু, টাঙ্গাইল জেলার সভাপতি মহিউদ্দিন, টাঙ্গাইল জেলা সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, নাটোর জেলার সভাপতি আলতাফ হোসেন, জয়পুরহাট জেলার সাধারণ সম্পাদক ডা. নজরুল ইসলাম, সদস্যরতাহরিমা হক সুপ্তি, দিনাজপুর জেলার সভাপতি নুরসাবা বেগম, সাবেক মহাসচিব মির্জা ওবায়দুর রহমান, সদস্য বিলকিস আরা বেগম, ক্রীড়া সম্পাদক আতিকুল ইসলাম আতিক, সদস্য ফারহানা ইসলাম, কুমিল্লার জেলার সভাপতি আহসান উল্যা, যশোরের পাঠাগার আন্দোলনের নেতা সাগর আহমেদ, পাবনার সবার জন্য বইপড়া পাঠাগারের শাহাদাত হোসেন, গোপালগঞ্জের পাঠাগার আন্দোলন নেতা শেখ আমানুল্লাহ, কুষ্টিয়া জেলার প্রতিনিধি মহিউদ্দিন, গাইবান্ধা জেলার প্রতিনিধি আরিফুর রহমান, নোয়াখালী সেনবাগ রেনেসাঁস গণপাঠাগার এর ফখরুল ইসলাম ও ফিরোজ আলম, নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক গোলজার হোসেন প্রমুখ।

গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ পাঠ করেন বিশিষ্ট প্রাবন্ধিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক খান মাহবুব।

প্রতিমন্ত্রী গ্রন্থাগার আন্দোলনের মাধ্যমে সামাজিক অবক্ষয় রোধে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরেন। তিনি বেসরকারি গণগ্রন্থাগার পরিষদের কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তাছাড়া বেসরকারি গণগ্রন্থাগার সার্বিক উন্নয়নে একটি সমন্বিত উদ্যোগের কথা বলেন। এতে সংস্কৃতি, ক্রীড়া ও যুব, প্রাথমিক ও গণশিক্ষা, মহিলা ও শিশুসহ শিক্ষা মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগের কথা বলেন।

সভায় বক্তারা বেসরকারি গণগ্রন্থাগারের উন্নয়নে সরকারি ভাতায় একজন লাইব্রেরিয়ান নিয়োগসহ সরকারি-বেসরকারি উদ্যোগ বেগবানে গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংস্কৃতি প্রতিমন্ত্রী “জাতীয় গ্রন্থাগার ও সাহিত্য সম্মেলন-২০২২” এবং ‘জাতীয় বইপড়া অলিম্পিয়াড-২০২২’ এর আনুষ্ঠানিক কার্যক্রম শুভ উদ্বোধন করেন।

ad

পাঠকের মতামত