37401

অবসরের পরও টেনিসের সাথে সম্পৃক্ত থাকার কথা জানিয়েছেন ফেদেরার

স্পোর্টস ডেস্ক: অবসরের পরেও টেনিসের সাথে সম্পৃক্ত থাকার ইচ্ছা ব্যক্ত করেছেন সুইস টেনিস লিজেন্ড রজার ফেদেরার। গত সপ্তাহে বর্ণাঢ্য ক্যারিয়ারের সমাপ্তির ঘোষণা দিয়েছেন ফেদেরার। চলতি সপ্তাহে লন্ডনে অনুষ্ঠিতব্য লেভার কাপই ক্যারিয়ারের শেষ টুর্নামেন্ট বলে ফেদেরার ঘোষণা দেন। মঙ্গলবার এক সাক্ষাতকারে ২০ গ্র্যান্ড স্লামের মালিক ফেদেরার বলেছেন, ‘অবসরের পরে টেনিসের সাথেই থাকবে সব ধরনের যোগাযোগ। কারন এই টেনিসই জীবনে আমাকে সবকিছু দিয়েছে।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে সুইস এই সেনসেশন অবসরের বিষয়টি নিশ্চিত করেন। সর্বকালের অন্যতম সেরা এই টেনিস তারকার বিদায়ে টুইটার, ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থকদের আবেগঘন পোস্ট পুরো টেনিস বিশ্বকে নাড়া দেয়। মূলত হাঁটুর ইনজুরির কারনে দীর্ঘদিন যাবত কোর্টের বাইরে থাকাই ক্যারিয়ার শেষের মূল কারন হিসেবে ফেদেরার উল্লেখ করেছেন।

ads

ক্যারিয়ারের শেষ এটিপি ইভেন্টে অংশ নিতে ইতোমধ্যেই লন্ডনে এসে পৌঁছেছেন ফেদেরার। সুইস ব্রডকাস্টার আরটিএস জানিয়েছেন অবসরের ঘোষনা দিয়ে ফেদেরার বেশ স্বস্তিতে আছে। ইতোমধ্যে অর্জিত ক্যারিয়ারের সব সাফল্য নিয়ে ফেদেরার দারুন খুশী। সম্প্রতি তিনি আরটিএস’এ কাছে দেয়া এক সাক্ষাতকারে বলেছেন, ‘হাঁটু নিয়ে যে সমস্যা হয়েছে তার অগ্রগতি খুব একটা সন্তোষজনক নয়। স্ক্যান রিপোর্টের ফলও খুব একটা ভাল আসেনি। গত কয়েকদিনে উন্নতি কিছুই হয়নি। এ কারনেই আমি অবসরের সিদ্ধান্ত নিয়েছি। সত্যি কথা বলতে কি আর বেশী দুর নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারছিনা।’

অবসরের সিদ্ধান্ত নিতে গিয়ে কিছুটা আবেগী হয়ে পড়েছিলেন বলে স্বীকার করেছেন ফেদেরার। যদিও এই মুহূর্তে এই ধরনের সিদ্ধান্ত সঠিক ছিল বলে তিনি দাবী জানিয়েছেন।

ads

ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে বলতে গিয়ে টেনিসের এই কিংবদন্তী বলেছেন, ‘ভবিষ্যত সম্পর্কে এখনই কিছু বলতে পারবো না। কিন্তু আমি পুরোপুরি ভাবে টেনিস থেকে দুরে সড়ে থাকতে পারবো না।’

ad

পাঠকের মতামত