36995

মিয়ানমারে অভ্যুত্থানের পর প্রথমবারের মতো পুতিনের সাথে জান্তা প্রধানের সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর প্রথমবারের মতো দেশটির জান্তা প্রধান মিন অং লাইং দেখা করেছেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে। বহুল প্রতীক্ষিত এ সাক্ষাতে পরস্পর সম্পর্কোন্নয়নের চেষ্টা করছেন নিষেধাজ্ঞায় জর্জরিত দেশ দুটির এ দু’নেতা।

২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারের গণতান্ত্রিক সরকারকে হটিয়ে ক্ষমতা কুক্ষিগত করা সেনাপ্রধান মিন অং লাইং অভ্যুত্থানের পর দু’বার রাশিয়া সফরে গিয়েছিলেন। সবশেষ গত জুলাইয়ে তিনি মস্কো গেলেও সাক্ষাৎ হয়নি পুতিনের সাথে।

ads

অবশেষে বুধবার (৭ সেপ্টেম্বর) তিনি মস্কো আয়োজিত ইস্টার্ন ইকোনোমিক ফোরামে (ইইএফ) সে সাক্ষাৎ করতে সমর্থ হলেন। রাশিয়ান সর্ব পশ্চিম শহর ভ্লাদিভোস্তকে তাদের সে সাক্ষাৎ হয়।

আরআইএ বার্তা সংস্থা জানিয়েছে, সে বৈঠকে পুতিন বলেছেন, ‘আমাদের সম্পর্কে ভালোর দিকে এগোচ্ছে।’

ads

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করার পর পুতিনই হলেন দ্বিতীয় একজন বিশ্বনেতা যিনি লাইংয়ের সাথে সাক্ষাৎ করলেন।

অভ্যুত্থানের কারণে মিয়ানমার বড় সঙ্কটে নিমজ্জিত হয়েছিল। যা বড় আকারের বিক্ষোভ এবং দেশব্যাপী আইন অমান্য আন্দোলনের সূত্রপাত করেছিল। বিদ্রোহীদের দমাতে সেনাবাহিনীর অভিযানে দুই হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে। আর এ কারণে আন্তর্জাতিক বেশকিছু নিষেধাজ্ঞায় পড়তে হয়েছে মিয়ানমারকে। তাই এখন দেশটি রাশিয়ার মতো দীর্ঘদিনের বন্ধু দেশগুলোর সাথে সম্পর্কোন্নয়নে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

অপরদিকে গত ছয় মাস আগে ‍শুরু করা ইউক্রেন আক্রমণের কারণে বেশ চাপে রয়েছে রাশিয়া।

মিয়ানমারের রাষ্ট্র পরিচালিত গণমাধ্যম গ্লোবাল নিউ লাইট জানিয়েছে, স্বনিয়ন্ত্রিত স্ট্যাট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিলের চেয়ারম্যান মঙ্গলবার রাতে পুতিনের উপদেষ্টা অ্যান্তন কোবিয়াকভের সাথে মঙ্গলবার রাতে সাক্ষাৎ করেছেন। ওই পত্রিকার প্রথম পাতায় প্রকাশিত ছবিতে দেখা যায় দুই প্রতিনিধি দলের সদস্যরা লম্বা একটি টেবিলে পরস্পর মুখোমুখি বসে আছেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী আলেকজান্ডার ফোমিন এবং মিয়ানমারের সিনিয়র সেনা কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। গত মার্চে মিয়ানমারের সশস্ত্র বাহিনী দিবসে সম্মানিত অতিথি ছিলেন ফোমিন।

সূত্র : আলজাজিরা

ad

পাঠকের মতামত