36205

প্রবাসীদের জন্য নতুন বার্তা দিলো কুয়েত সিভিল এভিয়েশন

নিউজ ডেস্কঃ কুয়েত থেকে অন্য দেশে প্লেন ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট ওজনের বেশি লাগেজ না নিতে নির্দেশ দিয়েছে দেশটির সিভিল এভিয়েশন। এক বিবৃতিতে প্লেনে ভ্রমণকারী যাত্রীদের মালামাল বহনে সতর্ক করে সিভিল এভিয়েশন। বিমানবন্দরে অতিরিক্ত মালামাল বহন করে হয়রানি ও আর্থিক ক্ষতি থেকে বাঁচতে আইন মেনে চলার পরামর্শ দেওয়া হয়।

লাগেজের ওজন ইকোনমি ক্লাসের জন্য ৭ কেজি, বিজনেস ও প্রথম শ্রেণির জন্য ১১ কেজির বেশি না করার নির্দেশ দেওয়া হয়।

ads

দীর্ঘদিন কুয়েতের ফ্লাইট বন্ধ থাকায় দেশে ফিরতে পারেননি প্রবাসী বাংলাদেশিরা। ফলে লাগেজ নিয়ে দেশে যাওয়ার সময় ওজনের ব্যাপারে ধারণা না থাকায় ভোগান্তিতে পড়তে হয় অনেক যাত্রীকে। অতিরিক্ত ওজনের কারণে গুনতে হয় দ্বিগুণ অর্থ।

যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে সবাইকে এ আইন মেনে চলার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ads
ad

পাঠকের মতামত