34982

বন্যার্তদের পাশে আলী আকবর, নীরবে মানুষের পাশে দাঁড়ানো যার কাজ

নিজস্ব প্রতিবেদকঃ মানবিকতা ও মানুষের জন্য ভালোবাসার অনবদ্য এক নাম কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও সিভিস ডেভেলপমেন্ট গ্রুপের চেয়ারম্যান, মানবিক নেতা আলী আকবর। মানুষের বিপদের সময় প্রতিনিয়ত এগিয়ে আসেন তিনি। দানের ক্ষত্রে সর্বদাই প্রচারবিমুখ এই মানুষটি ব্যবসায়িক প্রয়োজনে বর্তমানে দেশের বাইরে অবস্থান করলেও নিরবে নিভৃতে সিলেট সহ বিভিন্ন এলাকায় বানভাসি মানুষের কল্যাণে এখন পর্যন্ত তার নিজস্ব তহবিল থেকে বিভিন্ন ধাপে বিভিন্ন সংগঠনের মাধ্যমে সহায়তা করে চলেছেন। খুব শীঘ্রই কুমিল্লা থেকে আরেকটি টিম তার অনুদানের নগদ অর্থ সহায়তা নিয়ে বন্যায় সর্বাধিক ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের মাঝে নগদ লক্ষাধিক টাকা আর্থিক সহায়তা ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করতে বন্যা কবলিত এলাকায় যাচ্ছে।

ধনুয়াখলা করফুলের নেছা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নিরহংকারী সদা হাস্যজ্জোল একজন মানুষ। জনপ্রতিনিধি না হয়েও একজন মানবদরদী মহৎপ্রাণ আলী আকবর নিজ উপজেলা কুমিল্লা আদর্শ সদর সহ আশেপাশের যে কোন এলাকায় দুরারোগ্য দরিদ্র রোগীর চিকিৎসা, দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তা, বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসার উন্নয়ন, দরিদ্র শিক্ষার্থীর লেখাপড়ার খরচ, কিশোর তরুণদের খেলাধুলা, করনার লকডাউনে বিভিন্ন এলাকায় জরুরি ত্রান সহায়তা ও ফ্রী অক্সিজেন সেবা, সামাজিক উন্নয়ন মূলক কর্মকান্ড সহ প্রায় সকল ভালো কাজেই উদারহস্তে এই মানুষটি নিরবে নিভৃতে অবদান রেখে চলেছেন।

ads
ad

পাঠকের মতামত