34234

টেক্সাসে গুলির ঘটনায় বাইডেনের ক্ষোভ, পতাকা অর্ধনমিত রাখার ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে ১৯ শিক্ষার্থীসহ ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এ ছাড়া, এ ঘটনায় শোক জানাতে আগামী শনিবার দেশটির জাতীয় পতাকা অর্ধনমিত রাখার ঘোষণা দিয়েছেন।

ঘটনার পর এক টুইট বার্তায় বাইডেন লিখেন, ম্যাস শুটিং বা নির্বিচার গুলির এসব টনায় তিনি হতাশ ও ক্লান্ত।

ads

ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে একটি গ্রহণযোগ্য বন্দুক নীতিমালা প্রণয়নের আহ্বান জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

স্থানীয় সময় মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে টেক্সাসের রব এলিমেন্টারি স্কুলে এ ঘটনা ঘটে।

ads

টেক্সাসের গভর্নর জানিয়েছেন, বন্দুকধারী সালভাদর রামোস ওই এলাকারই বাসিন্দা। তার বয়স ১৮। শুটিংয়ের সময় একটি হ্যান্ডগান এবং সম্ভবত একটি রাইফেল ব্যবহার করেছিলেন রামোস। যদিও এটি নিশ্চিত নয়।

বন্দুকধারী রামোস ঘটনাস্থলেই মারা গেছেন। ধারণা করা হচ্ছে, পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গেছেন তিনি। এছাড়াও, গোলাগুলির সময় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। তবে তাদের অবস্থা আশঙ্কামুক্ত।

বন্দুকধারীর গুলিতে আরও অনেকে আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তাদের মধ্যে ৬৬ বছর বয়সী একজন নারী এবং ১০ বছর বয়সী এক শিশু আশঙ্কাজনক অবস্থায় আন্তোনিওর বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন।

ad

পাঠকের মতামত