34158

কুমিল্লায় বাংলাদেশ বার কাউন্সিল সদস্য নির্বাচনে সাদা প্যানেলের নির্বাচনী প্রচারণা সভা

নিউজ ডেস্কঃ আসছে বুধবার (২৫ মে) অনুষ্ঠিতব্য বাংলাদেশ বার কাউন্সিল সদস্য নির্বাচন-২০২২ সামনে রেখে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ কুমিল্লা জেলা শাখার আয়োজনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত সাদা প্যানেলের প্রার্থীদের নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল সোয়া ১১টায় কুমিল্লা জেলা আইনজীবী সমিতি ভবনের মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়।

ads

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ আহছান উল্লাহ খন্দকার এর সভাপতিত্বে এবং সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আবু তাহের এর উপস্থাপনায় বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য ও বাংলাদেশ বার কাউন্সিল সদস্য নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত সাদা প্যানেল এর সাধারণ আসনের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সৈয়দ রেজাউর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি মন্ডলীর পরিষদের সদস্য ও বাংলাদেশ বার কাউন্সিল সদস্য নির্বাচনে সাদা প্যানেল এর সাধারণ আসনের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোঃ কামরুল ইসলাম এমপি, বাংলাদেশ বার কাউন্সিল সদস্য নির্বাচনে সাদা প্যানেল এর সাধারণ আসনের প্রার্থী বাংলাদেশ বার কাউন্সিলরের সাবেক ভাইস চেয়ারম্যান গরীবের আইনজীবী হিসেবে খ্যাত প্রয়াত সিনিয়র এডভোকেট আবদুল বাসেত মজুমদার এর পুত্র বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর সিনিয়র এডভোকেট মোহাম্মদ সাঈদ আহমেদ (রাজা) এবং বাংলাদেশ বার কাউন্সিল সদস্য নির্বাচনে সাদা প্যানেল এর গ্রুপ-ডি আসনের প্রার্থী এ. এফ. মোঃ রুহুল আনাম চৌধুরী (মিন্টু)। এ ছাড়াও বক্তব্য রাখেন- কুমিল্লা-৫ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এডভোকেট আবুল হাসেম খান, কুমিল্লা জেলা পিপি এডভোকেট মোঃ জহিরুল ইসলাম সেলিম, লাকসাম উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইউনুছ ভূঁঞা, সাবেক কুমিল্লা জেলা পিপি এডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান লিটন, কুমিল্লা বারের সাবেক সভাপতি এডভোকেট আবদুল মমিন ফেরদৌস ও সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ মাহাবুবুর রহমান, কুমিল্লা মহানগর আওয়ামীলীগ এর আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আমজাদ হোসেন ও কুমিল্লা বারের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ নুরুর রহমান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন- কুমিল্লা বারের তিন শতাধিক আইনজীবী।

সভায় বক্তারা বলেন- দেশ তথা আইন অঙ্গনের উন্নয়নের নিমিত্তে আসন্ন ২৫ মে অনুষ্ঠিতব্য বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত সাদা প্যানেলের সকল প্রার্থীদেরকে ভোট দিয়ে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করতে হবে। বক্তারা আরও বলেন- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আইনজীবী বান্ধব নেতা। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনেও ঐক্যবদ্ধ হয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামীলীগকে বিজয়ী করতে হবে।

ads
ad

পাঠকের মতামত