34131

ইতালির মুন্দিয়ালিডোতে খেলবে বাংলাদেশ যুব ক্রীড়া সংস্থা

স্পোর্টস ডেস্কঃ ইতালিতে ২৯ মে শুরু হতে যাচ্ছে বিভিন্ন দেশের ফুটবলটিমের আসর মুন্দিয়ালিডো। ১৮ এপ্রিল বুধবার রোমের অলিম্পিক স্টেডিয়ামের ইল সালোনে দি পনোরে দেল কনি(ফরো ইতালিকো) il Salone d’Onore del CONI (Foro Italico) হলরুমে অংশগ্রহণকারী ২৪টি দেশের খেলোয়াড়, প্রতিনিধিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে লটারির মাধ্যমে গ্রুপ বণ্টন করা হয়।

মুন্দিয়ালিডোর সর্বময় কর্মকর্তা সিনোর উজ্জেনিওর আমন্ত্রণে বাংলাদেশের পক্ষে অংশগ্রহণ করেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান, প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিক, বাংলাদেশ যুব ক্রীড়া সংস্থার চিফ অ্যাডভাইজার রাজনীতিক ও বিশিষ্ট ব্যবসায়ী এমএ রব মিন্টু, বাংলাদেশ যুব ক্রীড়া সংস্থার সভাপতি বায়েজিদ আলী। বাংলাদেশ লড়বে সি-গ্রুপে নাইজেরিয়া, ইথিওপিয়া ও হুন্ডুরাসের সঙ্গে। গ্রুপ বণ্টন অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে রাষ্ট্রদূত শামীম আহসানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

ads
ad

পাঠকের মতামত